পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩০ t করিয়া কৰ্ম্মক্ষেত্রে অগ্রসর হও, প্রজাশক্তির পূর্ণ আত্মতৃপ্তির দিনকে আরও নিকটতর করিয়া দেও। ঘল তাই বন্দেমাতরমূ! দিল দরিয়ায় উঠবে তুফান মন্ত্রগভীরম! ওমৃ যন্দে মাতরম্ । শ্ৰীধীরেন্দ্রনাথ চৌধুরী। পেকিং রাজপুরী | বৃদ্ধারাণীর ব্যক্তিগত স্বভাব ও প্রকৃতি । চীনের বৃদ্ধ সম্রাজ্ঞী অতি দানশীল । তিনি দরিদ্রগণকে প্রচুর অন্নবস্ত্র দান করিয়া থাকেন। যদি রাজ্যের মধ্যে কোনও স্থানে কখনও অন্নকষ্ট উপস্থিত হয়, তাহা হইলে তিনি সরকারি আদেশ দ্বারা দুর্ভিক্ষপীড়িত জনসমুহকে রাজকোষ হইতে অর্থসাহায্য করিতে অনুমতি দিয়া থাকেন। রাজবাটীর সদর দরজায় প্রত্যহ বহু কাঙ্গাল গরিব অল্পভিক্ষা পাইয়া থাকে । বিপদগ্রস্ত ব্যক্তিগণের প্রতি তিনি যথেষ্ট দৃষ্টি রাখিয়া থাকেন। চীনদেশের নর্থ চায়না হেরাল্ড (North China Herald ) নামক ইংরাজী একখানি কাগজে র্তাহার সদ্বিচার ও করুণহৃদয়ের পরিচায়ক একটী ঘটনা প্রকাশিত হইয়৷ ছিল। তাহা এইঃ– "বক্সার বিদ্রোহের সময় ওয়াং (Wang) নামক একজন প্রসিদ্ধ বদমাইস কোন চীন মুসলমানের নিকট টাকা কঞ্জ করিয়াছিল। উক্ত মুসলমান টাকা আদায়ের জন্ত ওয়াংএর বিরুদ্ধে বিচারালয়ে অভিযোগ করে, সরকারী আদেশ অনুসারে তাহার কর্জা টাকা মহাজনকে দিতে বাধ্য করে। কিন্তু সে টাকা দিতে অস্বীকার করে, পরন্তু বিচারক মাণ্ডারিনকৰ্ম্মচারির প্রতি অপমানসূচক ভাব প্রকাশ করে। তজন্ত উক্ত মাওরিনের আদেশে ওয়াংকে যথেষ্ট প্রহার করা হয়। এই জন্য ওয়াং ক্রুদ্ধ হইয়া তাহার প্রতিশোধ লইতে সংকল্প করে। বক্সারগণ পেকিনের বিদেশীগণকে আক্রমণ করিলে ওয়াং একদল বিদ্রোহীর দলপতি হইয়া ऐं★ल प्रमबभ"ानज्ञ दैौ स्रांलग्झर्ण रुद्र, डॉझांद्वक डॉक्लङ्ग প্রবাসী । বাটীর এগারজন স্ত্রীপুরুষ বালকবালিকাসহ হত্যা করে। [ ৭ম ভাগ । ه************ কেবল মাত্র সেই পরিবারের একটা বধূ উপরে কোথাও । লুকাইয়া থাকিয়া সেই ভীষণ হত্যাকাও দর্শন করে। এই যুবতী রমণী আরো দেখিতে পাইয়াছিল যে ওয়াং ও তাহার সঙ্গীগণ ঐ বৃদ্ধের ও তাহার চারি পুত্রের মস্তক বর্শায় বিদ্ধ করিয়া লইয়া গিয়াছিল। এই বধূট এই হত্যাকাণ্ডের পরই পেকিং হইতে পলাইয়া অন্যত্র কোন আত্মীরের বাটতে আশ্রয় লইয়াছিল। যুদ্ধ থামিয়া গেলে সে ধীরে ধীরে তাহার শ্বশুর ও স্বামীর হত্যাকারাদিগকে গোপনে অমুসন্ধান করে, এবং খোজ করিয়া তাহদের বাটীর ঠিকানা ও নাম অবগত হইতে পারিয়া তাহাদের বিরুদ্ধে বিচারালয়ে দরখাস্ত করে । “এক দিন যখন বৃদ্ধ সম্রাজ্ঞী গ্রীষ্মাবাস হইতে শীতাবাসে যাইতেছিলেন তখন এই উনবিংশবর্ষীয়া শোকপরিচ্ছদপরিহিতা যুবতী রমণী দৌড়িয়া গিয়া তাহার শিবিকার সম্মুখে পড়িয়া রোদন করিতে লাগিল। রাণী এই যুবতীর ঃখের কারণ জিজ্ঞাসা করায় সে মস্তক উত্তোলন করিয়া একখানি আবেদনপত্র প্রদান করিল। তাহাতে তাহার শ্বশুর ও স্বামীর হত্যাকার ওয়াংএর বিরুদ্ধে বিচার প্রার্থন করিয়াছিল । আবেদনপত্র পাঠ করিয়া ক্রোধে রাণীর মুখ কৃষ্ণবর্ণ ধারণ করিল। তিনি তাহার একজন খোজাকে আদেশ করিলেন যে সে এই রমণীকে ফৌজদারি f5fHtzītā zēni (Board of punishment) tā এবং অপরাধীকে গ্রেপ্তার করিয়া সত্ত্বর তাহার বিচার করিয়া যথা যোগ্য দণ্ড বিধান করা হয় এবং অবশেষে মোকৰ্দমার কথা তাহাকে জানান হয়। বিচার আদালত ওয়াংকে তাহার দুই পুত্র এবং ভ্রাতু-পুত্রসহ ধৃত করিয়া অপরাধী স্থির করিয়া তাহাদের শিরচ্ছেদ করণ পূর্বক তাহদের নিষ্ঠুর অমান্থষিক কাৰ্য্যের যথা যোগ্য পুরস্কার প্রদান করিয়ছিলেন।” এইরূপ জনরবে শুনা যায় যে সম্রাজ্ঞী নিজে অত্যন্ত অপব্যয়ী রাজপুরীর ও নিজের ব্যয়ের জন্ত তিনি অশ্বথা অর্থব্যয় করেন। কিন্তু রাজসংসারে অর্থগৃহ, রাজকৰ্ম্মচারীদিগের জন্ত অনেক সময় অযথা অর্থব্যয় ছয় সন্দেহ নাই, কিন্তু তাহ নিবারণ করিবার কোন উপায় নাই । তবে rिछ हेल्लीकरर्रदा rर खन्नरंदा ऊर्ष दाङ्ग दाशन ७ भन्न (दश