পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী । هراً لأ সৰ্ব্বাপেক্ষ তাহদের সংখ্যাই অধিক । কিন্তু এই সব স্বসভ্য আধুনিকভাবাপন্ন এসিয়ার লোক--যাহারা ইংরাজিতে চিস্ত করে, যাহারা ইংরাজি ধরণে জীবন যাপন করে, যাহার দোলন-কেদারায় আপনাদের গৃহ সজ্জিত করে, যাহারা “বীফ, ষ্টিকৃ” আহার করে, যাহারা সৰ্ব্বপ্রকার ইংরাজী খেলায় আমোদ পায়, যাহারা শরীর ধোলাই করিবার জন্ত লণ্ডনে যায়, তাহীদের মধ্যে অনেক পার্সি ও কতকগুলি মুসলমান ও আছে। বোম্বাই নগরে জজ তৈয়াবজীর বাড়ীতে আমি একবার খুব মিশ্রধরণের মজলিস দেখিয়ছিলাম। প্রবাসী রাজার সেখানে প্রটেষ্টাণ্ট বিশপদের সহিত রোমান ক্যাথলিক বিশপের পার্শি পুরোহিতদের সহিত মুসলমান মৌলবীদের সহিত ঘেঁসাৰ্ঘেসি করিতেছে, মেশামিশি করিতেছে। এইসব বিভিন্ন ধৰ্ম্মের বিভিন্ন সভ্যতার, বিভিন্ন ছাচের লোক এক টেবিলের সম্মুখে বসিয়া আছে-- অথচ কেহই তাহাতে বিস্মিত কিম্বা বিরক্ত নহে। আমি একথা বলিতেছি না, সকল পার্সি সকল মুসলমানই হিন্দুদিগের সহিত ভ্রাতৃবন্ধনে আবদ্ধ। আমি এখানে ইতর সাধারণের কথা বলতেছি না। কিন্তু যে সকল পার্সি, যে সকল মুসলমান, হিন্দুদের স্থায়, ইংরাজি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করিয়াছে,—তাহীদের মধ্যে জাতিগত কিংবা বর্ণগত কোন অন্ধসংস্কার নাই। “প্রত্যেক আংশিক সমাজ, বৃহৎ সমাজ হইতে স্বভাবতই বিচ্ছিন্ন হইয়া পড়ে।” এই কারণে, বৰ্ণভেদের ভাব যে পরিমাণে কমে, সেই পরিমাণে জাতীয়ভাব বিস্তারের সুবিধা হয়। রাষ্ট্রীয় মহাসভায় পার্সি মেথা বলিয়াছিলেন :-—“সাধারণ ভ্রাতৃভাবে হৃদয় আৰ্দ্ৰ হইলে তবেই পার্সি ভাল পার্সি হইতে পারে, মুসলমান ভাল মুসলমান হইতে পারে, হিন্দু ভাল হিন্দু হইতে পারে ” ইহা কি লক্ষ্য করিতেছ না, যেখানে দেশপ্রীতি বলিয়া কোন ভাবই ছিল না, কোন শব্দই ছিল না, সেই পুরাতন ভারতভূমিতে এইবার দেশপ্রীতি জাগিয়াছে ? 孕 শ্ৰীজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর । [१भ डार्थ চক্ষুদান। ' ধীর সন্ধ্যা ধীরে এল নেমে ; গৃহে মোর প্রদীপ জ্বলিল । অতি স্নিগ্ধ, ক্ষুদ্র আলো রেখা মৃদু উজলিল । ন চাহিতে, গৃহলক্ষ্মী আসি, হাসিয়া সুধায়, ‘পানীয় কি খাদ্য কি লাগিবে সোণালী সন্ধ্যায় ?” বলিলাম,-—'খাদ্য নাহি চাই এ শুভ সময়ে, যদি পার, সুগন্ধি পানীয় এস সখী, লয়ে । নিৰ্ম্মল, রঙ্গিল হবে তাহা গরম, সরস, স্নিগ্ধ খুসি নিয়ে আসে যাহে শ্রান্তি করি বশ ! ধীরে হেসে, আজ্ঞা লয়ে শিরে, চলে গেলা প্রিয় ; — কি সুন্দর মন্থর গমন ! রহিনু চাহিয়া ! 鰲 察 肇 মান মুখে, ধূম-উদগীরিত, পূৰ্ণপাত্র নিয়ে পদ্মহাতে, নত মুখে দাড়াইলা প্রিয়া অামার সাক্ষাতে । বুঝলাম, কোন বেদনায় ব্যথিত প্রেয়সী। মুগ্ধ আমি, লুব্ধ নেত্রে চেয়ে রহিলাম বসি ! চাহিতেই মোর পানে, তার নয়ন ঝরিল, জল ভরা পুষ্প ঘট যেন বাতাসে নড়িল ।