পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৬ ৷ প্রবাসী । [ ৭ম ভাগ । যায়। কাচ চোঙের চারিদিকে ধাতব আবরণ ; এবং আবরণ গাত্রে একটি ক্ষুদ্র রন্ধ পথে আলোকরশ্মিপাতে আলোকিত হয়। আলোকাধার একটি Nernst incandescent lamp; Retz state ass fāzēts কাচের দ্বারা বক্রীকৃত হইয়া একটা সিলেনিয়মঞ্চ কোষের মধ্যে নীত হয় ; এই পদার্থ আলোকপাতে অত্যুত্তম বিদ্যুত পরিচালক হয়, এবং আলোকের ঔজ্জ্বল্যের অনুপাতে পরিচালকতা বৃদ্ধি পায়। ইহাই টেলি-ফটোগ্রাফীর প্রেরণ যন্ত্র ; প্রাপক যন্ত্রও এতদ্বিধ ; উভয় যন্ত্র টেলিগ্রাফ বা টেলিফোন লাইন দ্বারা সংযুক্ত থাকে। প্রাপক যন্ত্রের কাচ চোঙের ধাতব আবরণের রন্ধ মুখে একটি ফটোগ্রাফের ফিলম্ বা মসলা-প্রলেপ সংযুক্ত থাকে। এই ফিল্মে প্রেরিত চিত্রের প্রতিচিত্র মুদ্রিত হয়। এই যন্ত্রের প্রধান লক্ষ্য উভর চেঙের সম-আবর্তন ও সম-অপসরণ। নতুবা প্রেরিত চিত্র প্রাপক যন্ত্রে ভাল মুদ্রিত হয় না। 酸 পূৰ্ব্বতন কালের যন্ত্রে ৫ইঞ্চি x ৭ইঞ্চি ছবি ১৫ মিনিটের মধ্যে বিদ্যুত বলে প্রেরিত ও ফটোগ্রাফে চিত্রিত হইয়া যাইত। আধুনিক যন্ত্রে সময় সংক্ষিপ্ত হইয়া ও হইতে ১২ মিনিট হইয়াছে। এবং ক্রমশই সময় সংক্ষিপ্ত হইয় আসিতেছে। এই যন্ত্রের আধুনিক উন্নতি সিলেনিয়ম কোষের দোষ অপসরণ করিয়াছে। সিলেনিয়ম কোষের উপকারিতার সঙ্গে অপকারিতা ও যথেষ্ট ছিল ; ইহা উজ্জ্বল আলোকে যেমন বিদ্যুৎ পরিচালনে সাহায্য করিত, অল্পালোকে তেমনি বাধা দিত ; এই অসুবিধা দূর করিবার জন্য প্রাপক যন্ত্ৰেও । তুল্য বলশালী সিলেনিয়ম কোষ ও আলোক ব্যবস্থা করা হইয়াছে। এই অসুবিধা অপসরণে ও সুচী বৈদ্যুতমান যন্ত্রের পরিবর্তে দড়ি ধরণের বৈদ্যুতমান (galvanometer) ব্যবহারে সময়ের সংক্ষেপ হইয়াছে ও চিত্র পরিষ্কার মুদ্রিত হইতেছে। শূন্ত মার্গ লম্বিত তার যোগে প্রেরিত চিত্র যত শীঘ্র প্রাপ্ত হওয়া যায়, জলতলচারী তার প্রেরিত চিত্র তত শীঘ্র মুদ্রিত হয় না । $ অধ্যাপক কৰ্ণ ১০৮০ মাইল দূরে যে চিত্র প্রেরণ করিয়া

  • গন্ধক জাৰক কারখানার আবর্জনাজাত এক প্রকার মূল পার্থ।