পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/১৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سولموR\« শ্ৰীবামাপদ বন্দ্যোপাধ্যায়। কইয়াছিল। তাহার সাত:আট বৎসর বয়সের সময় তিনি শ্ৰীধরপুরের ৮ ভুবনচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ইংরাজী বিদ্যালয়ে ভৰ্ত্তি হন। পরে তাহার মাতামহী তাহাকে অধ্যাপক পণ্ডিত করাইবার জন্ত চতুষ্পাঠীতে পাঠাষ্টয়া দেন। মাতুলদ্বয়ের অকাল মৃত্যু হইলে বামাপদ বাবু স্বগৃহে আসিয়া পিতা ও পিতৃব্যের তত্ত্বাবধানে পুনরায় ইংরাজী শিক্ষারম্ভ করেন । তখন নিজগ্রামে বা তন্নিকটে ইংরাজী বিদ্যালয় না থাকার জন্যই টেনিং স্কুলে ভৰ্ত্তি হন। উহা ড্রিঙ্কওয়াটার বেথুন মহোদয় কর্তৃক সংস্থাপিত হয়। গ্রাম্য বিদ্যালয়ে এবং এখানে ছাত্রাবস্থায় বামাপদ বাবু স্বীয় ভবিষ্যৎ জীবনের আভাস দিয়াছিলেন। পাঠ্যবিষয় প্রবাসী । গুলিতে র্তাহার তত মনোযোগ ছিল না, বিশেষতঃ অঙ্কশাস্ত্রে তাহার কিছুমাত্র অনুরাগ ছিল না। অঙ্কের সময় তিনি সচিত্র পুস্তকগুলি হইতে নানা প্রকার ছবি আঁকিতেন এবং rigoisoto Sketch as Caricature sitsot: c5છે. করিতেন। শৈশবে অর্থাৎ পাঁচ ছয় বৎসর বয়সে তিনি মাতুলালয়ে থাকিয়া গ্রাম্য বারোয়ারীর সং দেখিয়া তাহার অনুকরণে সঙ্গীদের মাটির পুতুল গড়িয়া দিতেন। পরে শ্ৰীধরপুরের স্কুলে পড়িবার সময় মধ্যে মধ্যে সং গড়িয়া তাহাকে হরিতাল মাথাইয়া বাহির করিতেন । এবং কোন দলাদলি হইলে বিপক্ষদলের নানা প্রকার হাস্তোদ্দীপক বিকৃত মূৰ্ত্তি গড়িয়া নীরব ব্যঙ্গ বিদ্রুপ করিতেন। তাহাতে বিপক্ষ দলের মতই গাত্রদাহ হইত তিনি স্বদলের মধ্যে ততই প্রতিষ্ঠাভাজন হইতেন । জয়পুররাজ্যের ভূতপূৰ্ব্ব প্রধান মন্ত্রী স্বৰ্গীয় রাও কান্তিচন্দ্র বাহাদুর তখন দুনাই টেনিং স্কুলের শিক্ষক ছিলেন । তিনি এক দিন চতুর্থ শ্রেণীর অঙ্ক পরীক্ষা করিতে যান। বামাপদ বাবু ঐ শ্রেণীর ছাত্র ছিলেন । কিন্তু তিনি অঙ্কের পরিবর্তে এক চিত্র অ কিয়া বসেন। কান্তিবাবু অঙ্ক দেখিতে চাহিলে তিনি দেখাইতে ন পারায় এতক্ষণ কাগজে পেন্সিল লইয়া বালক কি করিতেছিল, পরীক্ষকের জানিতে কৌতুহল জন্মল। তিনি কাগজখানি লইয়া দেখেন যে তাহতে একটী বালক অঙ্ক কষিতে না পারিয়া পেন্সিল মুখে দিয়া চুসিতেছে। কাস্তি বাবু মৃদু হাস্ত করিয়া বলিলেন এই কি তোমার অঙ্ককষা? R[o jirgatai satà Coo Mukherji's Magazine da: Rais and Rayeta arti : “g: , মুখোপাধ্যায় মহাশয় একবার পরীক্ষা করিতে গিয়া বামাপদ বাবুর উপর অতিশয় সন্তুষ্ট হন । বামাপদ বাবু বলেন “শম্ভুচন্দ্র বাবুর মুন্দর মুখশ্ৰী, ঢল ঢলে বড় বড় চক্ষু, গৌরবর্ণ সুগোল দেহ, পরিধানে কাশ্মিরী শালের চোগা, মাঝখানে সিঁতি, বাবরিকাটা চুল এবং সকল দিকেই বেশ ফিট ফাট চেহারা দেখিয়া তাহার মূৰ্ত্তি আঁকিবার লোভ সামলাইতে পারেন নাই। শম্ভুচন্দ্র বাবু পরে সে চিত্র দেখিয়া তত্রস্থ জমাদার এবং পরে বামাপদ বাবুর শ্বশুর খ্ৰীযুক্ত পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় মহাশয়কে বলেন “এই বালককে অবিলম্বে আর্ট স্কুলে ভৰ্ত্তি করিয়া দেওয়া কৰ্ত্তব্য। চিত্র-শিল্পের দিকে