পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা । ] - *** مهم ইহার স্বাভাবিক কোক আছে।” অনেকেই তাহাকে এরূপ উৎসাহ দেওয়ায় এবং তাহারওচিত্রবিদ্যা শিখিবার ইচ্ছ বলবতী হওয়ায় তিনি ট্রেনিং স্কুল ছাড়িয়া সরকারী আর্ট স্কুলে ভৰ্ত্তি হইলেন। তখন আর্ট স্কুল বহুবাজার বৈঠকখানায় ছিল এবং সুপ্রসিদ্ধ লক সাহেব তাহার অধ্যক্ষ ছিলেন। কিছুদিন এখানে শিক্ষালাভ করিবার পর তাহার তৈলচিত্র আঁকিবার ইচ্ছা হয় কিন্তু সে সময় আর্ট স্কুলে তৈলচিত্রাঙ্কণ শিক্ষা দেওয়া হইত না । সুতরাং তিনি আর্ট স্কুল ত্যাগ করিয়া প্রথিতনামা প্রতিমূৰ্ত্তি চিত্রকর প্রমথনাথ মিত্র মহাশয়ের নিকট অয়েল পেন্টিং শিক্ষা করিতে আরম্ভ করেন। এরং এই সময় সুকুমার শিল্পসম্বন্ধীয় ইংরাজী গ্রন্থসকল অধ্যয়ন করেন। অতঃপর বেকার (Becker) নামে একজন অভিজ্ঞ জার্মন চিত্রকর কলিকাতায় আসিয়া উপস্থিত হন। বামাপদ বাবু তাহার সন্ধান পাইয় তাহার নিকট যাতায়াত করিতে থাকেন এবং অল্প দিনের মধ্যেই র্তাহার প্রতিভাজন হন। বামাপদ বাবুর আগ্রহাতিশয় দেখিয়া তিনি যত্ন সহকারে তঁাহাকে চিত্রাঙ্কণ ও পুরাতন চিত্রাদির ংস্কার বিষয়ক শিক্ষা দেন। বেকার সাহেব তাহাকে যথেষ্ট স্নেহ করিতেন। ক্রমে উভয়ের মধ্যে এরূপ ঘনিষ্ঠত হইল যে দুই জনে মিলিত হইয়া কাজকৰ্ম্ম করিতে লাগিলেন। এই সময় বামাপদ বাবুর কিছু কিছু উপার্জন হইতে লাগিল । Sbros stoff–“Calcutta Fine Art Exhibition” নামে যে শিল্প-প্রদর্শনী হয় তাহাতে স্বহুস্তাঙ্কিত একখানি চিত্র পাঠাইতে বেকার সাহেব বামাপদ বাবুকে • অনুরোধ করেন। তদনুসারে তিনি একটী তৈলচিত্র মূৰ্ত্তি আঁকিয়া পাঠান। উহা প্রদর্শনী সভ কর্তৃক “the best figure subject in oil by a native of India” বলিয়া ধাৰ্য্য হয়। বড়লাট লর্ড লিটন, $ नडात्र সভাপতি এবং , ছোটলাট সার এষলি ইডেন, সহকারী সভাপতি ছিলেন। লক সাহেব প্রমুখ বিশেষজ্ঞগণ সভার অন্তভুক্ত ছিলেন। বাঙ্গালীর মধ্যে সৰ্ব্ব প্রথমে বামাপদ বাবুই স্বর্ণ পদক প্রাপ্ত হন। কিছুদিন পরে বেকার সাহেব হঠাৎ কোথায় চলিয়া যান। বামাপদ বাৰু তাহার অনুসন্ধান করিয়াও আর দেখা পান নাই। ইহার পর হইতে তিনি স্বাধীনভাবে ব্যবসায় চালাইতে লাগিলেন । প্রবাসী বাঙ্গালীর কথ। । `Neఫె ১৮৮১ অৰে তিনি এলাহাবাদ গমন করেন এবং তাহার আত্মীয় তথাকার সুপ্রসিদ্ধ চিকিৎসক ডাক্তার ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বাটতে কিছুদিন থাকিয় পরে সাহগঞ্জ পল্লিতে সপরিবারে বাস করেন । এখানে অবস্থানকালে পৌরাণিক চিত্র অঙ্কিত করিয়া বিলাত হইতে নানা রঙ্গে ছাপাইয়া লইতে মনস্থ করেন কিন্তু নানা কারণে তখন তাহা ঘটিয়া উঠে নাই। এখান হইতে তিনি লল্পেী যান । তথায় ডাক্তার রায় রামলাল চক্ৰবৰ্ত্তী বাহাদুর এবং ক্যানিং কলেজের অধ্যাপক এক্ষণে কলিকাত British Indian Associationdag sizzstijl zit witwas af# afgকুমার সৰ্ব্বাধিকারী বাহাদুর তাহার যথেষ্ট সহায়তা করিয়া ছিলেন। লক্ষ্ণৌ হইতে তিনি Tribune পত্রিকার তৎ কালীন সহকারী সম্পাদক শ্ৰীযুক্ত সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ( এক্ষণে আমেরিকা প্রবাসী বাবা প্রেমানন্দ ভারতী ) মহাশয়ের যত্নে লাহোর যাত্রা করেন। এখানে আসিয়া (Chief Court) চীফ কোটের জজ পণ্ডিত রামনারায়ণ, মাননীয় জক্টস প্রতুলচন্দ্র চট্টোপাধ্যায় রায় বাহার এবং সর্দার দয়াল সিং প্রমুখ কয়েকজন প্রধান প্রধান ব্যক্তির চিত্র অঙ্কিত করেন। একবার লাহোর আর্ট স্কুল দেখিতে যাইবার কালে তথাকার অধ্যক্ষ মিষ্টার কিপলিংএর সহিত চিত্রবিদ্যা সম্বন্ধে তাঙ্কার আলাপ হয়। বামাপদ বাবুর পরিচয় পাইয়া প্রিন্সিপাল কিঞ্জিং স্বীয় ছাত্রগণকে সম্বোধন করিয়া বলেন “একজন বাঙ্গালী চিত্রকর এতদূর আসিয়া তোমাদের নগরে চিত্ৰ-বিদ্যার পরিচয় দিতেছেন আর তোমরা কি করিতেছ?” ইহাতে ছাত্রগণ ঈর্ষান্বিত অথবা উৎসাহমুক্ত হইয়াছিল কিনা বলা যায় না কিন্তু বামাপদ বাবু লাহোরের অভিজাত শ্রেণীর দ্বারা যথেষ্ট উৎসাহ প্রাপ্ত হইয়াছিলেন সন্দেহ নাই । সর্দার দয়াল সিংহ প্রভৃতির প্রশংসাপত্র তাহার সাক্ষ্য দান করে । লাহোর ত্যাগ করিয়া তিনি অমৃতসহর, অম্বাল, দিল্লী, মথুরা,বৃন্দাবন, আগ্রা, আলিগড়,গোয়ালিয়র, ভরতপুর,ধোলপুর, আলওয়ার, জয়পুর প্রভৃতি অনেক স্থান ভ্রমণ করিয়া রাজা মহারাজাগণের চিত্র অঙ্কিত করিয়া যশ এবং অর্থলাভ করেন এবং সৰ্ব্বত্রই সকলকে সন্তোষ দান করেন। জয়পুরে রাও বাহাদুর কাস্তিচন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের সহিত