পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/২০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যম শিবম্ সুন্দরম ৷ ” “ নায়মাত্মা বলহীনেন লভ্যঃ । ” worstmassaggmaskats -Ε-Α-Α" ৭ম ভাগ । | শ্রাবণ, ჯ\S)ა8 | | ৪র্থ সংখ্যা । মাষ্টার মশায়।

একদিন সন্ধ্যার পর হরলাল আপিস হইতে ফিরিয়া আসিয়া দেখিল, তাহার একতলার ঘরে অন্ধকারে কে একজন বসিয়া আছে। সেখানে যে কোনো লোক আছে তাহ লক্ষ্য না করিয়াই সে বোধ হয় উপরে উঠিয়া যাইত কিন্তু দরজায় ঢুকিয়াই দেখিল এসেন্সের গন্ধে আকাশ পূর্ণ। ঘরে প্রবেশ করিয়া হরলাল জিজ্ঞাসা করিল, “কে মশায়” ? বেণু বলিয়া উঠিল—“মাষ্ঠীর মশায়, আমি।” হরলাল কছিল-এ কি ব্যাপার ? কখন আসিয়াছ ? বেণু কহিল—অনেকক্ষণ আসিয়াছি। আপনি যে এত দেরি করিয়া আপিস হইতে ফেরেন তাহা ত আমি জানি তাম না । বহুকাল হইল সেই যে নিমন্ত্রণ খাইয় গেছে তাহার পরে আর একবারও বেণু এ বাসায় আসে নাই। বলা নাই কহা নাই আজ হঠাৎ এমন করিয়া লে যে সন্ধ্যার সময় এই অন্ধকার ঘরের মধ্যে অপেক্ষা করিয়া বসিয়া আছে हेश्रङ श्ब्रणार्गबै भन डेभि श्हेब्र उणि। উপরের ঘরে গিয়া বাতি জালিয়া দুই জনে বসিল । হরলাল জিজ্ঞাসা করিল—সব ভাল ত ? কিছু বিশেষ খবর বেণু কহিল, পড়াশুনা ক্রমে তাহার পক্ষে বড়ই একঘেয়ে হইয়া আসিয়াছে। কাহাতক সে বৎসরের পর বৎসর ঐ সেকেওইয়ারেই আটকা পড়িয়া থাকে। তাহার চেয়ে অনেক বয়সে ছোট ছেলের সঙ্গে তাহাকে এক সঙ্গে পড়িতে হয়—তাহার বড় লজ্জা করে। কিন্তু বাবা কিছুতেই বোঝেন না । হরলাল জিজ্ঞাসা করিল—তোমার কি ইচ্ছা ? বেণু কহিল, তাহার ইচ্ছা সে বিলাত যায় বারিষ্টার হইয় আসে। তাহারই সঙ্গে এক সঙ্গে পড়িত, এমন কি, তাহার চেয়ে পড়াশুনায় অনেক র্কাচ একটি ছেলে বিলাতে যাইবে স্থির হইয়া গেছে। হরলাল কহিল, তোমার বাবাকে তোমার ইচ্ছা জানাইয়াছ ? বেণু কহিল—জানাইয়াছি। বাবা বলেন পাস না করিলে বিলাতে যাইবার প্রস্তাব তিনি কানে আনিবেন না। কিন্তু আমার মন খারাপ হইয়া গেছে—এখানে থাকিলে আমি কিছুতেই পাস করিতে পারিব না। হরলাল চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিল । বেণু কহিল—আজ এই কথা লইয়া বাবা আমাকে যাহা মুখে श्रांनिम्नां८छ् ङांशहे दणिब्रां८छ्न । डाहे श्रांभि वांछुि झांख्ग्नि চলিয়া আসিয়াছি। মা থাকিলে এমন কখনোই হইতে পারিত