পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/২৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা । ] সময়কে যেন আমরা নষ্ট না করি । 磯 শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর। সুন্দর। হে সুন্দর ! সচন্দন পুষ্পদলে পুণ্য-শ্লোক দল উদ্দেশে করেন পূজা চরণ-কমল, আনন্দে উঠেছে ভরি, হৃদয় কুলস স্পৰ্শ-রসনায় পান করি নব রস । উষার কাননে ফোটা নীরদের ফুলে অৰ্ঘ্য দান করিয়াছি শ্ৰীচরণ-মূলে, সৌন্দর্য্য পেয়েছি যেথা, হে সুন্দরতম আহরিয়া ওই পদে সঁপেছি মরম, স্বগীয় কিরণে স্ফীত শিশু কলিকায় আজি কবি ওই পদে সঁপিবারে চায়। চেতনা | অবসাদ আনিবেই-ইহা মনুষ্যস্বভাবের ধৰ্ম্ম—কেবলি মদ জোগাইয়া আমাদিগকে সেই বিপদের মধ্যে যেন লইয়া যাওয়া না হয়। যে অসংযম চরিত্রদুৰ্ব্বলতার বিলাসমাত্র তাহাকে সবলে ঘৃণা করিয়া কৰ্ম্মের নিঃশব্দনিষ্ঠার মধ্যে আপন পৌরুষকে নিবিষ্ট করিবার সময় আসিয়াছে—এ , २8७. এ পুষ্প ভরিয়া যাবে, কল্যাণে তোমার স্বার্থ-বিষে করিবে না হৃদয় আঁধার, চির লাবণ্যের মাঝে হইয়া মগন শিশু যেন দেখে নিতি তোমারি স্বপন । শ্রীবেনোয়ারীলাল গোস্বামী । চেতন । বুঝিনি তোমারে ; তাই, এত হাহাকার ! অতৃপ্তির দাবানলে হৃদয় আমার তাই সদা দহিয়াছে,--চিতার সমান জলিয়াছে সে আগুণ না লভি নিৰ্ব্বাণ ! আগে যদি জনিতাম, আছে আজনম ও বক্ষে লুকানো প্রেম সাগরের সম ; আগে যদি ভাবিতাম, ওই আঁখি-কোণে নিত্য ঝরে কার লাগি মুকুতা নির্জনে ; আগে যদি ক্ষণতরে ওই দৃষ্টি মাঝে পরিতাম নেহারিতে—যে করুণ রাজে এই হতভাগ্য তরে,—তা’ হ’লে জীবন নিরাশয় জলে' পুড়ে’ হ’ত না এমন ! বুঝিতাম তাহা ত’লে—বিশ্বে যাহা নাই, লুকানো রয়েছে তব প্রাণে মোর তা’ই। শ্ৰীদেবকুমার রায় চৌধুরী। ৬১, ৬২নং বৌবাজার ষ্ট্রীট, কুন্তলীন প্রেস হইতে শ্ৰীপূৰ্ণচন্দ্র দাস কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত। ?'