পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/৩৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা । ] , হয় ৷ ‘ তাহার মুখের গড়নও অনাবশুক রকমের বড় এবং অতিরিক্ত রকমের মজবুৎ ; চোয়াল এবং চিবুকের হাড় যেন দুর্গদ্বারের দৃঢ় অর্গলের মত ; চোথের উপর প্ররেখা নাই বলিলেই হয় এবং সেখানকার কপালট কানের দিকে চওড়া হইয়া গেছে। ওষ্ঠাধর পাৎলা এবং চাপা ; তাহার উপরে নাকট খাড়ার মত ঝুঁকিয়া আছে। দুষ্ট চোখ ছোট কিন্তু তীক্ষ ; তাহার দৃষ্টি যেন তীরের ফলাটার মত অতি দূর অদৃষ্ঠের দিকে লক্ষ্য ঠিক করিয়া আছে অথচ এক মুহূর্তের মধ্যেই ফিরিয়া আসিয়া কাছের জিনিষকেও বিদ্যুতের মত আঘাত করিতে পারে। গৌরকে দেখিতে ঠিক সুত্ৰ বলা যায় না; কিন্তু তাহাকে না দেখিয়া থাকিবার জো নাই, সে সকলের মধ্যে চোখে পড়িবেই। আর তাহার বন্ধু বিনয় সাধারণ বাঙালী শিক্ষিত ভদ্রলোকের মত নম্র, অথচ উজ্জল ; স্বভাবের সৌকুমাৰ্য্য ও বুদ্ধির প্রখরতা মিলিয়া তাহার মুখশ্ৰীতে একটি বিশিষ্টতা দিয়াছে। কলেজে সে বরাবরই উচ্চ নম্বর ও বৃত্তি পাইয় আসিয়াছে ; গোর কোনো মতেই তাহার সঙ্গে সমান চলিতে পারিত না। পাঠ্য বিষয়ে গোরার তেমন আসক্তিই ছিল না ; বিনয়ের মত সে দ্রুত বুঝিতে এবং মনে রাখিতে পারিত ন। বিনয়ই তাহার বাহন হইয়া কালেজের পরীক্ষা কয়টার ভিতর দিয়া নিজের পশ্চাতে তাহাকে টানিয়া পার করিয়া श्रांनिझांtछ् । গোর বলিতেছিল,—“শোন বলি! নিবারণ যে ব্রাহ্মদের নিমো করছিল, তাতে এই বুঝা যায় যে লোকটা বেশ সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে। , এতে তুমি হঠাৎ অমন ক্ষাপ হুয়ে উঠলে কেন ?” বিময় কি আশ্চৰ্য্য! এ সম্বন্ধে যে কোন প্রশ্ন চলতে পারে তাও আমি মনে করতে পারতুম না । গোরা । . ত যদি হয় তবে তোমার মনে দোষ ঘটেচে । একদল লোক সমাজের বঁাধন ছিড়ে সব বিষয়ে উণ্টোরকম করে চলবে আর সমাজের লোক তাদের অবিচলিতভাবে • সুবিচার করবে-এ স্বভাবের নিয়ম নয় সমাজের লোকে তাদের ভুল বুঝবেই, তার সোজা ভাবে যেটা করবে, এদের চোখে লেট বাকী ভাবে পড়বেই, তাদের ভাল এদের কাছে मम इtग्न नैफ़िांदवड़े, oाईtüहे इ७ब्रां ऊँल्लिङ। हेष्झांमङ नमांछ গোরা । Հե-Չ به همه - ۰ - ۰-۰ مه ۳۰۰.۰۰۰۰۰۰--- * এও তার

  • ...**

ভেঙে বেরিয়ে যাওয়ার যতগুলো শাস্তি আছে মধ্যে একটা । বনয় । যেটা স্বাভাবিক সেইটেই যে ভাল তা আমি, বলতে পারিনে । - গো বা একটু উষ্ণ হইয়া উঠিয়া কহিল—“আমার ভালয় কাজ নষ্ট। পৃথিবীতে ভাল ছচারজন যদি থাকে ত থাকৃ কিন্তু বাকি সবাই যেন স্বাভাবিক হয়! নইলে কাজও চলে না প্রাণও বঁাচে না ! ব্রাহ্ম হয়ে বাহাদুরী করবার সখ যাদের আছে অব্রাহ্মরা তাদের সব কাজেই ভুল বুঝে নিন্দে করবে এটুকু ছঃপ তাদের সঙ্গ্য করতেই হবে । তারাও বুক ফুলিয়ে বেড়াবে আর তাদের বরুদ্ধ পক্ষও তাদের পিছন পিছন বাহুব দিয়ে চলবে জগতে এটা ঘটে না, ঘটলেও জগতের স্থবিধে হত না । বিনয় । আমি দলের নিন্দের কথা বলচিনে—ব্যক্তি列守5ー গোরা। দলের নিনে আবার নিন্দে কিসের ! সে ত মতামত বিচার। ব্যক্তিগত নিন্দেই ত চাই । আচ্ছা সাধু পুরুষ, তুমি নিন্দে করতে না ? বিনয়। করতুম। খুবই করতুম–কিন্তু সেজন্তে আমি লজ্জিত আছি । গোরা তাহার ডান হাতের মুঠ শক্ত “ন, বিনয়, এ চলবে না, কিছুতেই না।” বিনয় কিছুক্ষণ চুপ করিয়া রহিল, তার পরে কহিল— “কেন কি হয়েচে ? তোমার ভয় কিসের ?” গোরা। আমি স্পষ্টই দেখতে পাচ্চি.তুমি নিজেকে দুৰ্ব্বল করে ফেলচ ! o বিনয় ঈষৎ একটুখানি উত্তেজিত হইয়া কহিল—“দুৰ্ব্বল ! তুমি জান, আমি ইচ্ছে করলে এখনি তাদের বাড়ি যেতে | পারি—তারা আমাকে নিমন্ত্রণও করেছিলেন–কিন্তু আমি যাই নি ।” গোরা । কিন্তু এই যে যাও নি সেই কথাটা কিছুতেই ভুলতে পারচ না । দিন রাত্রি কেবল ভাবচ, যাই নি, যাই নি, আমি তাদের বাড়ী যাই নি—এর চেয়ে যে যাওয়াই তাল । বিনয়। তবে কি যেতেই বল ? করিয়া কহিল