পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/৩৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.7 লেখা বা পালিত পশু আনন্দে খেলিছে, সম্মুখে শস্যের শু,প যতনে সঞ্চিত । যতনে পালিত সেই বিহঙ্গের দল, কলকণ্ঠে গায় গান। অদুর কাননে ঢালিছে অমৃত ধারা বনের বিহগ । এইরূপে শাস্তি মুখে ঈশ্বর প্রসাদে কৃথক কাটায় দিন । সুন্দরী নলিনী গৃহ কাজ করে সুখে । উপাসনা গৃহে কত যে যুবক তার উপাসনা ভুলি চেয়ে থাকে মুখে তার। ইষ্ট দেবী সম যেন সে তাদের কাছে। কত যে যুবক এসেছিল বিবtহার্থে। কেহ বা অধীরে, চেয়ে থাকে পথ পানে সে যাবে বলিয়া । একটি মুখের বাণী শুনিবার তরে, চাহে কেহ আশা ভরে । কহে কেহ তারে সুমধুর প্রেমবাণী । সে চাহে না কভু ফিরিয়া তাদের পানে । হৃদয়েতে তার একমাত্র দেবতার পবিত্র আসন । বিমল প্রণয়ী তার, তারে বাসে ভাল । বিমলের পিতা সেথা শিল্পকৰ্ম্মকার, সুমন্ত তাহার নাম, যশ যেন এসে বাধা আছে চিরদিন ছয়ারেতে তার । বীরবল সনে তার বন্ধুতার ডোর পড়েছে শৈশব হতে । বালক বালিকা ফুটিয়া উঠিয়া ছিল, এক বৃত্তে যেন দুইটি কুসুম সম। শৈশবে তাহারা দোহে দোহাকার ছিল খেলিবার সাথী। গ্রাম্য পুরোহিত দোছে সাদরে যতনে দিইতেন শিক্ষা নব, শিখাতেন গান। পাঠ সাঙ্গ হলে তারা চলে যেত ছুটে । শিল্পকার গৃহ স্বারে রহিত হুজনে, দেখ্রিভ সে শিল্প গুলি বিস্মিত হইয়া। শরতের সন্ধ্যাকালে আঁধার ঘনায় আসিত যখন ধীরে, সেই শিখা-পানে রহিত চাহিয়া দোহে । সহসা "লিঙ্গ .উড়িয়া যাইত দুরে অনল হইতে, হাসিয়া বলিত তারা পরী মেয়ে গুলি যেতেছে তাদের সেই মন্দিরে আপন । বিহঙ্গের মত তারা আনন্দ উল্লাসে ছুটিয়া বেড়াত সেই পৰ্ব্বতের তলে, প্রাস্তরের মাঝে তারা অন্বেষিত কন্তু সেই বনভূমে অমূল্য প্রস্তর খণ্ডে মায়াপুরী হতে পার্থী আনে যা কুলায়। وه***"ssهیچههایی-دو-ج ******* "م. "سيد" معه-....جمعم. يسهميسي...مما يمسهمي.. প্রবাসী ।

ു.--l.***"്

[१ब छांभ,] 鲷 این تیم همهمه، همه دومعهه به مد. هممعمامهه- "هه چه » همه ی همههای هیمیایی مهمیم سهمیهخانه دهه های همهی هم مم সে প্রস্তর লভে যে সে হয় ভাগ্যৱান। এইরূপে কাটে দিন দেখিতে দেখিতে । বাল্য খেলা সাঙ্গ হল । বিমল এখন হয়েছে নবীন যুব, আনন তাহার স্নিগ্ধ প্রভাতের মত সুন্দর সরল । তাহারি সে আলো নিয়ে আলো হয় ধরা । গিয়াছে বালিকা কাল। নলিনী এখন ষোড়শী মুন্দরী, সেই হৃদয়ে তাহার রমণীর আশী মুখ জাগিছে সদাই । হাসির সুখের যেন কনক কিরণ বলে সবে নলিনীরে। কিছু দিন পরে সে যখন যাবে তার পতির গেহেতে আনন্দিত হবে গৃহ সে আলোক পেয়ে ; প্রেমে পুণ্যে পুর্ণ হবে ; প্রভাতকমল সুন্দর শিশুর মুখ উঠিবেক ফুটে । चैरे পুনঃ ধরা পরে হ’ল বসন্ত বিকাশ, রবির কিরণে হ’ল সবি আলোময়, বিহঙ্গ গাহিয়া সদা মধু কলকণ্ঠে উড়িছে বিমানপথে । শস্তভার লয়ে কৃষক সঞ্চিছে যত্নে। ক্ষুদ্র গ্রামে হল দুরন্ত শীতের পরে বসন্ত সঞ্চার। নীহারে আবৃত ধরা হল আলোময় । কুম্নমসুরভিবাহী মলর সমীর বহে ধীরে ধীরে। শুষ্ক স্নান ধরা হল নবীন মাধুরীময় শিশুটির সম, পরিয়া বিকচ সেই শু্যামল বসন । চঞ্চল সাগরবারি প্রশাস্ত বিমল ৷ শান্তির আলয় শোভে যেন সেই গ্ৰাম । একই রাগিণী মধু বাজে চারিধারে প্রকৃতি ও মানবের প্রফুল্ল অস্তরে । বালক বালিকা খেলে, আনন্দের ধ্বনি আসিছে সুদূর হতে। বিহঙ্গ গুঞ্জন যেন প্রণয়ীর মৃদ্ধ প্রণয়ৰচন । উপরে মহান রধি চাহি প্রেমভরে পরিয়া কিরণময় বিচিত্র বসন। . সে বিমল আভা কভু পড়িছে শিশিরে কন্তু পল্লবেতে জলে, উজলে কিরণ যেন কত মণিময় অপূৰ্ব্ব ভূষণ। আপনার কার্য ভার সাধিয়া ধজনে, দিবস বিদায় নিল গোধূলির কাছে। গোধুলি জাপন সেই নীরবত লয়ে নেমে এল ধরা পথে, নক্ষত্রভূষণ