পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/৩৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○> e প্রয়োজন। বৈজ্ঞানিকের স্থির করিয়াছেন যে অঙ্গার, গ্রাফাইট (যাহা হইতে লেড, পেনসিল তৈয়ারি হয়) ও হীরক একই বস্তু। তফাৎ এই,—হীরক অন্তান্ত প্রকার অঙ্গার হইতে কঠিনতর। কথাটা শুনিলে সহজে প্রত্যয় হয় না যে জাজল্যমান বহুমূল্য হীরক অতি হেয় দগ্ধ কাঠের সহিত একই বস্তু। কিন্তু বিজ্ঞানের প্রমাণ অকাট্য। জলে যেমন সোরা গলিয়া যায়, গলিত লোহাতেও কয়লা সেইরূপ দ্রবীভূত হইয়া যায়। লোহা উত্তপ্ত করিলে প্রথমে লাল, পরে সাদা হয় এবং পরে দ্রবীভূত হয়, তখন খানিকটা কয়লা উহাতে নিক্ষেপ করিলে তাহ অদৃশু হয়। কিন্তু বেশী উত্তপ্ত দ্রব লৌহে যতটা কয়লা গুলিয়া যায়, অপেক্ষাকৃত শীতল করিলে তাহা অপেক্ষ অনেক কম গোলে। কাজেই তখন খানিকটা কয়লা তলিয়ে পড়ে। কিন্তু আশ্চর্য্যের বিষয় এই যে, যে কোনও প্রকার অঙ্গারই দেওয়া হউক না কেন, পরিশেষে যে অঙ্গার তলিয়ে পড়ে সেটা গ্রাফাইট। অর্থাৎ খুব উত্তপ্ত দ্রবীভূত লোঁহে কিয়ৎ পরিমাণ ভূসোকালি বা কাঠের কয়লা বা হাড়ের কয়লা কি অষ্ঠ কোনও প্রকার অঙ্গার দাও তাহ দ্রব হইবে। তাহার পর তাহাকে ঠাও কর, দেখিবে খানিকট গ্রাফাইট তলিয়ে পড়েছে। অর্থাৎ এই প্রকারে অন্ত প্রকার অঙ্গারও গ্রাফাইট অঙ্গারে পরিণত হয়। ইহা দেখিয়া ফ্রান্সের রসায়নবিৎ আচাৰ্য্য মোয়াস (Moissau) স্থির করিলেন যে যদি এই প্রক্রিয় বেশী 5tto &n (under a very great pressure) of যায় তাহা হইলে গ্রাফাইট অঙ্গার না হইয় গ্রাফাইট অপেক্ষা কঠিনতর হীরক অঙ্গার প্রস্তুত হইতে পারে। তিনি নিম্নলিখিত মতে কাৰ্য্য অনুষ্ঠান করিলেন এবং তাহাতে সফল মনোরথ হইয়াছেন। তিনি কিয়ৎ পরিমাণ খাটি লৌহ ও অতি বিশুদ্ধ অঙ্গার ( চিনি দাহ করিয়া প্রস্তুত ) একটা চুণের মুচিতে (crucible ) লইলেন। তাহার পর তাহা উপর হইতে উত্তপ্ত করা হয়। বৈদ্যুতিক এক প্রকার চুলী আছে তাহার উত্তাপ ৩৫০০° হইতে ৪০০০° ডিগ্রি সেন্টিগ্রেড। বিজ্ঞানাচাৰ্য্য জগদীশচন্দ্র বস্থ মহাশয় প্রমুখাৎ শুনিয়াছি যে তাহাতে পাথরের ইট পর্যন্ত গলিয়া যায়। কলিকাতার প্রবাসী । [१ञ छु । হারিসন রোডে পূৰ্ব্বে যে বৈদ্যুতিক আলো ছিল ইহা প্রায় তদ্রুপ। সেই বৈদ্যুতিক চুল্লিতে এই লৌহ ও অঙ্গর উত্তপ্ত করা হয়। লৌহ গলিয়া গেল এবংতাহাতে অঙ্গার দ্রবীভূত হইয় গেল। ক্ষণকাল পরে সেই উজ্জ্বল শ্বেত বর্ণ মুচিটিকে দ্রবীভূত সীসার মধ্যে নিমজ্জিত করা হয়। দ্রবীভূত সীসার উত্তাপ ৩০ .° হইতে ৪০০°। যদিও ইহারও উত্তাপ বড় কম নয় কিন্তু বৈদ্যুতিক চুল্লীর তুলনায় ইহা অতীব শীতল। সুতরাং হঠাৎ এরূপ ঠাগু হইয়া যাওয়ায় মুচির উপরিভাগ । ঠাও হয় এবং উপরিস্থিত লৌহ কঠিন হইয়া যায়। অর্থাৎ এখন একটি ক্ষুদ্রকায় লৌহ গোলকের ভিতর কিয়ৎ পরিমাণ দ্রব লৌহ ও অঙ্গার রহিল। এই গোলকটকে এখন ক্রমে ক্রমে শীতল করা হয়। জল যেমন জমিলে আয়তনে বৰ্দ্ধিত হয়, অঙ্গার যুক্ত লৌহ ( cast iron)ও সেইরূপ জমিয়া গেলে বৰ্দ্ধিতায়তন হয়। কাজেই যখন এই গোলকস্থিত লৌহ ও অঙ্গার জমিতে থাকে তখন ইহা খুব বাড়িতে চেষ্টা করে এবং গোলকের উপর খুব চাপ পড়ে। গোলকটও লৌহের, কাজেই ইহাও খুব কঠিন, সুতরাং চাপ আরও বেশী হয়। যখন সমস্তটা জুড়াইয়া গিয়াছে এবং জমিয়া কঠিন হইয়াছে তখন ইহার উপর নানাপ্রকার দ্রাবক (Aqua regia, hydrofluoric acid, mixture of nitric acid and potassium chlorate, etc.) off of হয়। বহুকাল ব্যাপিয়া এবং সতর্কতার সহিত এই প্রক্রিয়া সম্পন্ন হইলে পর এক প্রকার অতি ক্ষুদ্রকায় আণুবীক্ষণিক ছাকনি পড়িয়া থাকে বাহ কিছুতেই দ্রবীভূত হয় না। অণুবীক্ষণ সাহায্যে স্পষ্টই প্রতীয়মান হয় যে এই বিলুগুলি \ হীরক বিন্দু। • অবশু একথা বলা আবশুক যে এই প্রকার রাসায় প্রক্রিয় দ্বারা কখনই কোহিনুর প্রভৃতি উজ্জল এবং বৃহদায়তন হীরক প্রস্তুত হইবার সম্ভাবনা নাই। কিন্তু যাহা এতকাল পর্যন্ত ঈশ্বরের ক্ষমতাধীন ছিল, সেই প্রকার একট কাৰ্য্য যে ময়ূন্যের দ্বারা সাধিত হইয়াছে ইহা আমাদের পক্ষে , , কম অহঙ্কারের কথা নয়। আর যে ব্যক্তির মস্তিষ্ক হইতে এই অপূৰ্ব্ব উদ্ভাবনী শক্তি প্রকাশ হইয়াছে, তিনিও যে বড় সামান্য লোক নহেন, ইহা তাহারও পরিচায়ক। দুঃখের