পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/৩৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

تيلاك. এ রাজ্য হইতে তোমাদের নির্বাসন হবে আজি হতে, তোমরা প্রস্তুত হও । ঈশ্বরের কাছে করি আকুল প্রার্থন, * যে রাজ্যেতে যাবে সবে, সেথা গিয়া যেন বিশ্বাসী হইয়া থেক । শাস্তি পেও সেথা । বন্দী সব, রাজ আজ্ঞ, করিমু প্রচার পালহ;এখনি তাহা ।” এই কথা বলি স্তব্ধ হন সেনাপতি । সহসা যেমন বিমল বসন্তকালে, দুরন্ত ঝটিকা উড়াইয়া ল’য়ে যায় গৃহ চালগুলি, ঢেকে দেয় দীপ্ত রবি মেঘ অন্ধকার ; তেমনি এ কথা শুনি শ্রোতারাই সব ক্ষণেক নীরবে রহি, একত্রে সহসা আকুল কাতরকণ্ঠে করি কোলাহল, অধীর আকুল হয়ে উন্মাদের মত ছুটে গেল দ্বার পথে । হায় বৃথা আশ, হয়েছে দুয়ার রুদ্ধ চিরজন্ম তরে। বৃথা আশা পলাবার। আকুল কণ্ঠের ধ্বনি হইল ধ্বনিত সন্মুখে আসিয়া তুলি উদ্ধে দুই হস্ত শিল্পী কৰ্ম্মকার সুমন্ত আসিয়া, (সমুদ্রের ক্ষুব্ধ বুকে ফেনেৰ্ম্মির মাঝে যেন শুভ্র কণা এক ) আবেশে আরক্ত মুখে, মুক্তকণ্ঠে কছে “যাক রাজ্য রাজবংশ সমুদ্রের তলে, আমাদের গৃহপূষ্ঠ যে করিল আজ”— কথা ন হইতে শেষ সেনা একজন আসিয়া সবলে ধরি লইল তাহারে । এইরূপ কোলাহল ক্রোধের মাঝার, সহসা খুলিল দ্বার। বৃদ্ধ ধৰ্ম্মমন্ত আসিলেন, পিতাসম তিনি সবাকার। গম্ভীর আনন তার দৃঢ়তায় ভরা। জালিয়া সম্মুখে সেই ধৰ্ম্মবেদী পরে [ १न उनं AASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS sos ss * - o: - se AMeeMSAASAASAASAASAASAASAASAAeASAMMAAASAASAASAAeMMMeMMAMMAAASAASAASAASAASAASAeeSAASAASAASAASAASAASAASAA *مهني معهمجييد هيوية هوسيية في "مهما "هدمه নিস্তব্ধ হইতে সবে। কছিলেন তিনি, গম্ভীর কণ্ঠের ধ্বনি পরস্থঃখে ভরা। “বৎসগণ কি করি উন্মাদের প্রায়, আজীবন কত ক্লেশ করিয়া স্বীকার শিখাইমু তোমাদের পরম্পরে প্রেম করিবারে, এই ফল ফলিল তাহার ? কত ক্লেশে কথা মোর কার্য্যে পরিণত , করেছিমু, এরি মাঝে সব পাসরিলে ? এরি মাঝে ভুলে গেলে বিশ্বাসীর প্রাণে চির প্রেম ? সব চেয়ে ক্ষমা শ্রেষ্ঠ ধৰ্ম্ম। ভুলে গেছ এই রাজ্য শাস্তির আলয় ? : , এইরূপে অবহেলা করিছ তাহার ? উপরে চাহিয়া দেখ স্বৰ্গীয় পিতার দুঃখে প্রাণ প্রেমময়, অশ্রীপূর্ণ আঁখি চাহিয়া মোদের পানে । তিনি কি কাতরে এই কথা আমাদের শিখাতে সতত ব্যাকুল হইয়া নাই ‘পিত ক্ষমা কর’ ? এস মোরা ক্ষমা ধৰ্ম্ম করিব পালন । এস সবে কহি ভাই “পিত ক্ষম কর।” কথা সাঙ্গ না হইতে অশাস্ত হৃদয় গ্রামবাসী লোক, দুঃখে উঠিল কাদিয়া । জামু পাতি ভূমে বসি কাতর ক্রনীনে যুড়ি কর কহে সৰে “পিতা ক্ষমা কর” তারপর পুরোহিত প্রশান্ত মহান প্রার্থনা করেন তিনি সকলের তরে । মুগম্ভীর দুঃখ ভরামুকণ্ঠ তাহার, গ্রামবাসী ভাঙ্গা-কণ্ঠে আকুল আবেশে ' ' গাহিতে লাগিল সঙ্গে মুর মিলাইয়া । জানুপাতি যুড়ি কর, অশ্রুপূর্ণ আঁখি, স্বগীয় পিতারে সবে জানায় বেদন । এই কথা ক্রমে ক্রমে, হইল প্রচার গ্রামে, রমণী সকলে পাগলিনীন্ম ছুটিতেছে প্রতি গৃহে। বালক বালিকা , , , নীরবে চাহিয়া মুখে। এমনি সময়ে 4 নলিনী অতি গ্ৰাখি চাহি পৰ পানে, “