পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/৩৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩১৬ এই হেতু প্রাচীনের প্রতি অবজ্ঞা আশঙ্কা করিয়া কষ্টবোধ করেন । কেবল যে পানীতে সন্দেহ জন্মিতে পারে, তাহা নহে। আমাদের সমাজের প্রায় যাবতীয় অঙ্গেই তর্ক উঠিতেছে। নতুবা কু-সংস্কার, সমাজ-সংস্কার, ইত্যাদি কথা শোনা যাইত না। দেশে সময়োপযোগী ব্যবস্থার পক্ষপাতী কতজন আছেন ? আমরা মুখে অনেক কথা মানি, কাজে মানি न! । পাজীর সংস্কার আবশ্যক হইতে পারে, এ কথা প্রত্যক্ষবাদী অবগু স্বীকার করবেন। প্রাচীন শাস্ত্রকারগণও প্রত্যক্ষবাদী ছিলেন, নতুবা তাহারা সেই আদি ব্রহ্মসিদ্ধান্তের বারংবার সংস্কার করিতেন না, আমরাও নানা সিদ্ধান্তের নাম গুনিতাম না, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের পঞ্জীর বিভিন্নত দেখিতাম না । ৬ মহেশচন্দ্র দ্যায়রত্ন মহাশয় ও র্তাহার সহযোগী পণ্ডিতেরা এ সকল বিষয় দেখাইয় क्रिॉब्रां८छ्न । বোম্বাইর পঞ্চাঙ্গশোধন-সভার মন্তব্য পড়িলে মনে হয়, সভা সমুদয় গ্রহগণিতের সংস্কারের আবশ্বকতা অনুমোদন করেন না । অপর কথা কি, গ্রহরাজ স্বর্যকেই ছাড়িয়াছেন, তাহার গতি দৃক্তুল্য করিবার সংকল্প করেন নাই ! অত্যন্ত আশ্চর্যের কথা বটে। যে গ্রহ আমাদের বৎসর ও মাস মাপিতেছেন, তাহার মাপা ঠিক হইতেছে কিন, ইহা দেখায় সৰ্ব্বসাধারণের স্বাৰ্থ আছে। বুধগ্রহ মেষে থাকুন আর বৃষে থাকুন, তাহাতে সমাজ-কাজের ব্যাঘাত হয় না । কিন্তু আজ ১লা বৈশাখ কি কা’ল ১লা বৈশাখ, ইহা সকলেরই জানা আবশ্বক। পাশ্চাত্য জ্যোতিষীরা বলেন, কোন তার হইতে গিয়া সেই তারাতে ফিরিয়া আসিতে স্বর্যের ৩৬৫ দিন ৬ ঘণ্টা ৯ মিনিট ৯০ সেক্ষেও লাগে। আমাদের স্বর্যসিদ্ধান্ত পাইয়াছিলেন, ৩৬৫ দিন ৬ ঘণ্ট ১২ মিনিট ৩৬০ সেকেও, ইহাই আমাদের বৎসরের পরিমাণ; অর্থাৎ প্রকৃত পরিমাণ অপেক্ষা প্রায় ৩০ মিনিট বেশী । খোৰাইর পঞ্চাঙ্গ-শোধন-সভা এই প্রায় ৩• মিনিট রেশী রাখিতে বলিয়াছেন। কেন ৰলিয়াছেন, তাহ বলা দুষ্কর। সে সভায় যাহার উপস্থিত ছিলেন, তাহার বলিতে পারেন। যে কারণই হউক, প্রবাসী। [ ৭ম ভাগ। দেখা যাইতেছে সে সভা সম্পূর্ণ প্রত্যক্ষবাদী হইতে পারেন পাই । যতদূর জানি, বোধহয় কুবল শ্ৰীযুক্ত বেঙ্কটেশ কেতকর র্তাহার পাজীতে সৌর .] প্রকৃত পরিমাণ স্বীকার করিয়াছেন । এই বৎসরের ‘বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা" একথানি পাইয়াছি। তাহাতে দেখিতেছি, সুর্যসিদ্ধান্তের পরিমাণ স্বীকৃত হইয়াছে। এই পাজীর ভূমিকা হইতে বাঙ্গল পালী সম্বন্ধে কএকটি কথা পাইতেছি। আরও দেখিতেছি, এই পাজীতে প্রাচীন দেশান্তর সংশোধিত হইয়াছে। অথচ সৌর বর্ষপরিমাণ হয় নাই। না হইবার বিশেষ কারণ থাকিবে। যে কারণই হউক, দেখা যাইতেছে এই পঞ্জীও সম্পূর্ণ বিশুদ্ধ' নহে। v মাধবচন্দ্র চট্টোপাধ্যায় যত্ন ও পরিশ্রম পূৰ্ব্বক ‘বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা প্রচারিত করিয়া গিয়াছেন। তাহার কৃত কৰ্ম্মে বাঙ্গালাদেশের উপকার হইয়াছে। আশা করি, র্তাহার শিষ্য শ্ৰীশরৎচন্দ্র চট্টোপাধ্যায় পাজীর উন্নতিবিষয়ে সৰ্ব্বদা সচেষ্ট থাকিবেন । কলহে সমাজের মঙ্গল হয় না, " এই কথা স্মরণ রাখিয়া উন্নতির পথে অগ্রসর হইলে ৮ মাধব বাবুর যত্ন সফল হইবে। ‘স্বদেশী সরল ফলিত পঞ্জিকার’ ‘স্বদেশী বিশেষণের প্রয়োজন বুঝিলাম না। দেশের পাজী বিদেশের হইতে পারে কি ? বোধ হয়, ফল গণনা এই পঞ্জীর প্রধান বিষয়, নতুবা “ফলিত বিশেষণ কেন ? যদি ! তাহা না হয়, তাহ হইলে ৮ মাধব বাবুর পাজী থাকিতে এই পাজীর প্রয়োজন বুঝি না। v মাধব বাবুর পাজী ক্ৰতুল্য গণিতের পক্ষপাতীর কাশীর ৮ বাপুদেব শাস্ত্রীর পাজীও তাই। দেখিতেছি উভয় পাঞ্জীর অয়নাংশ এক । অতএব বাঙ্গল ও রিহারের অন্ততঃ দুইখানি পাজীর ঐক্য আছে। ওড়িশার পাৰ্জীও

  • এই পাজীতে আছে, ১৩১৩ সালে ৩• চৈত্রে বৈশাখ প্রবেশ দং ২৮৩৯, এবং ১৩১৪ সালে ৩০ চৈত্রে দং ৪৪।১•৩১ । সুতরাং ৩৬৫৷১৪৩১ ७$ लेिम न७ॉप्ति=७७५॥७॥s२७७ शेिन प*?ोनि । ५३ २९मtग्नग्न ‘कनिष्ठ *छिकांग्न' tरणांथ पंtश* *१ २४७s cळथी थांग्रह, किङ जांनंॉर्मौ भई थtद* দং লেখা নাই। গত বৎসরের পীতে , २७s२ नोंलग्न ७० চৈত্রে বৈশাখ প্রদেশ দং ১৬৬৬৮। সুতরাং ১৩১৩ সালে বর্ষ পরিমাণ ७७aissis{५५ ििम ७िt=ि७७s॥७॥१॥१* क्षेित्र ष*णेि । बं *द्विशां१ कभ इहेथांझ कांब्र१ *ांदेलांम नां । Z