পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/৩৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা । ] পেকিন রাজপুরীর খোজাগণ । ৩২১ ..........................................ഹ........................~~. AASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAeeMAeMeeSAASAASAASAAeSAAAAAAS SASAASAAAS

  • 象 (Ruler of the Celestial Empire) রমণী श्म, & পকিন রাজ পুর র খোজাগণ । তখন তাহার এই প্রধান খোজার সাহায্য ভিন্ন শাসন কাৰ্য্য

রাজপুরীর মধ্যে পুরুষের যত,কাৰ্য তাহ খোজাগণ কর্তৃক সম্পন্ন হইয়া থাকে। এই খাজাগণমধ্যে নানা শ্রেণীর ও নানা অবস্থার লোক আছে । ইহাদের মধ্যে অনেকে উচ্চশিক্ষিত ও সাহিত্যে সুপণ্ডিত, কেহ কেহ উচ্চ মাগুরিনের পদে উন্নীত, অনেকে অতি বুদ্ধিমান ও সুমার্জিত লোক । আর কতকগুলি নিম্নশ্রেণীর লোক। তাহারা মজুরের কার্য্য করিয়া থাকে। এই সকল খোজাগণের মধ্যে অতি উৎকৃষ্ট গায়ক, বাদক ও অভিনয়কারী আছে। এই খোজাগণ রাজপুরীর দ্বাররক্ষক, মালি, ঝাড়ুদার, পাচক, ভাওরি, শরীররক্ষক, পরিচারক, আরদালী, কেরাণী এবং অধ্যক্ষের কার্য্য করিয়া থাকে। সম্রাট ও সম্রাজ্ঞীর অন্দর মহলে স্বতন্ত্র স্বতন্ত্র খোজার দল আছে ; সেই সেই দলের সৰ্ব্বোপরে এক প্রধান খোজ ( chief eunuch ) আছে। এই প্রধান খোজার অধীনে ছয় জন সরদার বা জমাদার খোজা আছে। ইহাদের প্রায় সকলেই বুদ্ধিমান ও চতুর লোক । উস্তানের মালির, পাচকগণের, দ্বাররক্ষক বা শরীররক্ষকগণের প্রত্যেক দলের উপর এক এক জন জমাদার খোজা আছে। সৰ্ব্বোপরি সেই প্রধান খোজা । সম্রাট ও ধৃদ্ধ সম্রাজ্ঞীর আপন আপন অধীনস্থ সৰ্ব্বপ্রধান খোজার রাজপুরীতে বিলক্ষণ প্রতিপত্তি আছে। সুধু রাজপুরীতেও নহে, রাজপুরীর বাহিরেও ইহাদের বিলক্ষণ আধিপত্য লক্ষিত হইয়া থাকে। কারণ সম্রাট ও সম্রাজীর নিকট যত মোকদম আইসে বা দরখাস্ত প্রেরিত হইয়া থাকে সে সমস্তই এই প্রধান খোজার হাত দিয়া পেশ হইয় থাকে। এই সুযোগে ইহার ষথেষ্ট অর্থ উপার্জন করিয়া থাকে। পেকিনে উচ্চ রাজকৰ্ম্মচারিগণ পৰ্য্যন্ত বৃদ্ধ রাণীর প্রধান খোজাকে নানা উৎকোচ ও ভেট দিয়া বাধ্য রাখিয়া থাকে। " সম্রাট প্রায় সৰ্ব্বদাই রাজপুরীতে অবরুদ্ধ থাকেন। छाहे বাহিত্যুে সংবাদ ও গুপ্তানুসন্ধান প্রভৃতির কার্য্য এই প্রধান খোজার সাহায্যে’ সম্পন্ন হইয়া থাকে। ইহাদের সাহায্যেও গোয়েন্দাগিরিতে সম্রাট অনেক গোপনীয় রাজকাৰ্য্য সম্পদ করিতে সমর্থ হইয়া থাকেন। স্বৰ্গরাজ্যের শাসনকর্তা চালাইবার সাধ্য নাই। কারণ এই রমণী শাসনকর্তা এক দরবার গৃহ ভিন্ন অন্যত্র বা অন্ত সময়ে অপর কোন রাজপুরুষগণের সঙ্গে কথাবৰ্ত্ত বলিতে পারেন না। এই জন্ত সম্রাজ্ঞীর অধীনস্থ সৰ্ব্বপ্রধান খোজার এত আধিপত্য। বৃদ্ধ মহারাণীর সর্বপ্রধান খোজা লি-লিয়েন-ইং একজন অসাধারণ বুদ্ধি ও ক্ষমতাশালী লোক । ইহার বয়স এখন ষাট বৎসর হইয়াছে। বর্তমানে এই ব্যক্তি রাজপুরীর সর্বাপেক্ষা প্রাচীন খোজা । সৰ্ব্বপ্রধান খোজা লি-লিয়েন-ইং-র পরেই স্ব-ই নামক আর একজন খোজা আছে এই ব্যক্তিও বিলক্ষণ বুদ্ধিশালী লোক । রাজপুরীর মধ্যস্থ এই সকল খোজাগণের অপরাধের শাস্তিবিধানের জন্য একজন স্বতন্ত্র খোজা আছে। উচ্চপদস্থ খোজা কৰ্ম্মচারিগণের কোন অপরাধের জন্ত অর্থাও করা হইয়া থাকে, নিম্নতর পদে অবনত করা হইয়া থাকে, কখন কখন তাহদের পদমর্যাদার চিহ্নস্বরূপ শিরোভূষণের চুড়া বা গুটিকা ( Buttom) হরণ করা হইয়া থাকে। নিম্নশ্রেণীর খোজাগণের অর্থদও বা শারীরদও বিধান করা হইয়া,থাকে। প্রত্যেক উচ্চপদস্থ খোজাগণের অধীনে কতকগুলি শিক্ষানবিধ খোজা থাকে। তাহাদিগকে রাজপুরীর আদৰ কায়দা, রীতিনীতি ও অন্যান্ত কাৰ্য্যগুলি শিক্ষা দেওয়া হইয়া থাকে । রাজমাতা অহিফেন সেবনের বড় বিরোধী। তিনি তাহার খোজাগণের মধ্যে কাহারে অহিফেন সেবনের কথা টের পাইলে, তাহাকে বিশেষ ভাবে কঠিন শাস্তি দিয়া থাকেন। কাহাকেও উচ্চ পদ হইতে অবনত করিয়া থাকেন, কাহাকেও বা রাজপুরী হইতে কিয়ৎকালের জন্ত নিৰ্ব্বাসিত করিয়া থাকেন। তিনি গন্ধ দ্বারা অনেক সময় ধরিয়া ফেলেন । ** কতকগুলি সামাজিক রীতি। . রাজপরিবারের কোন কুমারের বিবাহ দিতে হইলে উচ্চবংশীয় সম্রাভকুলের কুমারীদিগকে রাজপুরীতে আনিয়া উপহার স্বরূপ প্রদান করা হইয়া থাকে।\ইংলণ্ডের রাজপরিবারের বিবাহ প্রণালীও নাকি এই ধরণের ' , মাধুকুমারীগণকে স্বর্ণখচিত, মান শিল্প কাৰ্য্য বিশিষ্ট পরিচ্ছদ