পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাহিণী
৯২


গেল দিন ধরামাঝে
কত ভাবে কত কাজে,
সুখে দুখে কভু লাজে,
কভু গরবে।
যেতে যদি হয় হবে

প্রাণপণে কতদিন
শুধেছি কঠিন ঋণ,
কখনো বা উদাসীন
ভুলেছি সবে।
কভু ক’রে গেনু খেলা,
স্রোতে ভাসাইনু ভেলা,
আনমনে কত বেলা
কাটামু ভবে।
যেতে যদি হয় হবে

জীবন হয় নি ফাকি,
ফলে ফুলে ছিল ঢাকি',
যদি কিছু রহে বাকি
কে তা’হা ল’বে