পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাহিণী
১৭২

শুধায় তারে বকুল হেনা
“কেউ আছে কি তোমার চেনা?”
সে বলে, “হায়, আছে কি নাই
না বুঝে তাই বেড়াই ভুলে
নতুন কালের ফুলে ফুলে”॥
এক-ফাগুনের মনের কথা আর-ফাগুনের কানে কানে
গুঞ্জরিয়া কেঁদে শুধায় “মোর ভাষা আজ কেউ কি জানে।”
আকাশ বলে, “কে জানে সে
কোন্ ভাষা-যে বেড়ায় ভেসে,”
“হয়তো জানি, হয়তো জানি,”
বাতাস বলে দুলে দুলে
নতুন কালের ফুলে ফুলে॥

৭৪

নিশীথ রাতের প্রাণ
কোন্ সুধা-যে চাঁদের আলোয় আজ করেছে পান
মনের সুখে তাই
গোপন কিছু নাই,
আঁধার ঢাকা ভেঙে ফেলে সব করেছে দান॥