পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাহিনী
২২

ওগো সে কোন বিহান বেলায় এই পথে কার পায়ের তলে
নাম-না-জানা তৃণকুসুম শিউরেছিল শিশির-জলে॥
অলকে তা’র একটি গুছি
করবীফুল রক্তরুচি;
নয়ন করে কী ফুলচয়ন নীল গগনে দূরে দূরে॥

২৯

পাছে  সুর ভুলি এই ভয় হয়-
পাছে  ছিন্ন তারের জয় হয়॥
পাছে  উৎসবক্ষণ তন্দ্রালসে হয় নিমগন,
পুণ্য লগন
হেলায় খেলায় ক্ষয় হয়,
পাছে  বিনা গানেই মিলন বেলা ক্ষয় হয়॥
যখন  তাণ্ডবে মোর ডাক পড়ে
পাছে  তা’র তালে মোর তাল না মেলে
সেই ঝড়ে ৷
যখন  মরণ এসে ডাক্‌বে শেষে বরণ-গানে,
পাছে প্রাণে
মোর বাণী সব লয় হয়,
পাছে  বিনা গানেই বিদায় বেলা লয় হয়॥