পাতা:প্রবাহিণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৩
গীতগান

৩০

আমি আছি তোমার সভার দুয়ার দেশে,
সময় হ'লেই বিদায় নেব কেঁদে হেসে॥
মালায় গেঁথে যে ফুলগুলি
দিয়েছিলে মাথায় তুলি,
পাপ্‌ড়ি তাহার প'ড়বে ঝ’রে দিনের শেষে
উচ্চ আসন না যদি রয় নামব নীচে,
ছোট ছোট গানগুলি এই ছড়িয়ে পিছে।
কিছুতো তা’র রইবে বাকি
তোমার পথের ধূলা ঢাকি,
সবগুলি কি সন্ধ্যা হাওয়ায় যাবে ভেসে॥

৩১

আসা-যাওয়ার পথের ধারে গান গেয়ে মোর কেটেছে দিন।
যাবার বেলায় দেবো কারে বুকের কাছে বাজল যে-বীণ॥
সুরগুলি তা’র নানাভাগে
রেখে যাব পুষ্পরাগে,
মীড়গুলি তা’র মেঘের রেখায় স্বর্ণলেখায় ক’রব বিলীন॥