পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অঙ্ক । . শান্তির প্রবেশ। শান্তি ।—মহারাজ বিবেক আমাকে এইরূপ আদেশ করলেন, “দেখ শাস্তি, তুমিতে জান :– মনের তনয়গণ হইলে নিঃশেষ, মহামোহ পলাইল হয়ে নিরুদ্দেশ । বৈরাগ্যকে পেয়ে মন প্রশাস্ত মুস্থির, পঞ্চক্লেশ আর তারে না করে অধীর । সে আত্মা-পুরুষ ও এবে হয়ে মুক্তদ্বার তত্ত্বজ্ঞান চারিদিকে করিছে বিস্তার ॥ অতএব তুমি উপনিষৎ দেবীকে অনুনয় করে শীঘ্র আমার নিকটে নিয়ে এসো ।” একি ! আমার মা শ্রদ্ধা কি একটা কথা বলতে বলতে এই দিকেই আসূচেন যে । শ্রদ্ধার প্রবেশ । শ্রদ্ধা।—আহা ! আজি অনেক দিনের পর মহারাজ বিবেকের রাজধানী দেখে আমার চক্ষু অমৃত-রসে পূর্ণ হল । অসাধুর দও যেথা, পূজ্য যেথা যম-আদিগণ, -আর করে বহুবর্গ জগৎ-পতিরে আরাধম ॥