পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ෆO প্রবোধ-চন্দ্রোদয় নাটক । শান্তি –তার পর, তার পর ? শ্রদ্ধা —এই সময়ে আত্মার পার্শ্ববর্তী তর্ক, “মধুমতী”-প্রভৃতিদের প্রতি ক্ৰোধ-কষায়িত নেত্রে দৃষ্টিপাত করে', আত্মাকে সম্বোধন করে’ এইরূপ বল্লেন — প্রভো ! সভা-তর্কের দ্যায় সমাপ্তি-রহিত এই সকল বিষয়ামিষ-লুব্ধ ব্যক্তিদের সংসর্গ ত্যাগ করুন। আপনি যে পুনৰ্ব্বার বিষয়-রূপ অঙ্গার-রাশির মধ্যে পতিত হয়েচেন, তা কি বুঝতে পাচ্চেন না ? দেখুন :– ভবসিন্ধু তরিবারে বহুদিন হতে ষেই যোগ-তরি করিলেন অবলম্বন তাছারে ত্যজিয়া এবে মদ-বশে কেমনে গো অঙ্গারের নদী-মাঝে হলেন মগন ? শাস্তি –তার পর, তার পর ? শ্রদ্ধ! —তার পর সেই কথা শুনে, “বিষয়দের মঙ্গল হোক্—তাতে আমার প্রয়োজন নাই”–এই কথা বলে আত্মা মধুমতীকে উপেক্ষ করলেন । t শান্তি —সাধু সাধু ! মা ! তুমি এখন কোথায় ষাচ্চ ? শ্রদ্ধ —প্রভু আত্মা আমাকে এইরূপ আর্দেশ করলেন, “আমি বিবে: কের সহিত সাক্ষাৎ করতে চাই, তুমি শীঘ্র তার কাছে যাও”—তাই আমি এখন মঙ্গরাজের নিকট যাচ্চি ; শান্তি —মহারাজও আমাকে উপনিষৎকে আনতে আদেশ করেচেন । ত৷ এসো, এখন আমরা প্রভুর আর্দিষ্টকাৰ্য্য সম্পাদন করি। ( প্রস্থান ) ইতি প্রবেশক ।