পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ-চন্দ্রোদয় নাটক । 0) আত্মাপুরুষের প্রবেশ । অমুচর – চিন্তা করিয়া সহর্ষে ) অহে ! ভগবতী বিষ্ণুভক্তির কি মাহাত্ম্য ! তার প্রসাদে আমি ঃ– ক্লেশের তরঙ্গ ঘোর হইয়াছি পার ; করেছি মমতা-ভ্রম সব পরিহার ; মিত্র কলত্র-আদি মকরের গ্রাস আমি করেছি লঙ্ঘন ; নিভায়েছি ক্রোধানল ; তৃষ্ণা-লতা-পাশ সব করেছি ছেদন ; ংসার-সাগর ঘোর পার হতে আছে বাকি অল্পই এখন ॥ উপনিষৎ ও শাস্তির প্রবেশ । উপ ।—মাখি ! যিনি ইতর লোকের স্ত্রীর দ্যায় বহুদিন হতে আমাকে একলা ফেলে চলে গিয়েছিলেন, এখন কি করে আমি সেই নির্দয় স্বামীর মুখাবলোকন করব ? শাস্তি –দেৰি ! কেন তাকুে ভর্ৎসনা করচেন ? তিনি অত্যন্ত বিপদে পড়েছিলেন বলেক্ট’ আপনার নিকটে আসূতে পারেন নি । উপ –সখি! আমার কি দুর্দশা হয়েছিল তা তো তুমি দেখনি, তাই এইরূপ বলচ । শোনে তবে – দুর্ভাগ্যবশত মোর কোন কোন অরসিক পাপাত্মা হেথায় আসি’ —বিবেক থাকিলে দূরে— কতনা করেছে চেষ্টা করিতে গো মোরে দাসী ।