পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

为家 éथंrयांश-5एडमब्र नfछेरु । - কাম –প্রিয়ে যে পাপিষ্ঠেরা কুলক্ষয়ে প্রবৃত্ত হয়, তারা কি আপনার ইষ্টানিষ্ট গণনা করে ? দেখ ঃ– যাহারা গো স্বভাবতঃ মলিন-হৃদয় অতি আর ক্রুর-মন, তাদের উৎপত্তি হয় জনক ও আপনার বিনাশ কারণ । অনলে উৎপন্ন ধূম প্রথমে গো মেঘ-রূপে হয পরিণত ; সেই মেঘ বরষিয়া অগ্নিরে করয়ে নাশ —নজেও নিহত ॥ নেপথ্যে –আরে পাপিষ্ঠ দুরাত্মা! আমাদের তুই পাপিষ্ঠ বলে’ নিন্দী করচিগ্‌ ? দেখ, :– কাৰ্য্যাকাৰ্য্য জ্ঞানহীন কলঙ্কী বিপথগামী গুরু যদি হয় র্তাহারেও পরিত্যাগ অলগু করিতে হবে জানিও নিশ্চয় ॥ —পুরাবিং পণ্ডিতগণ এইরূপ পৌরাণিকী কথা বলে থাকেন। দেখ, আমাদের পিতা মন, অহঙ্কারের অনুবর্তী হয়ে, জগৎপতি পিতাকেও বন্ধন করেছেন ; আবার আমাদের পিতা মন ও মহামোহ প্রভৃতির দ্বারা দৃঢ়ৰূপে বদ্ধ হয়ে আছেন। কাম —( দেখিয়া )—প্রিয় ! ঐ দেখ, আমাদের কুল-শ্রেষ্ঠ বিবেক, মতিদেবীর সহিত এই খানে আসচেন । ঐ দেখ :– বশীভূত রাগাদির তিরস্কারে হৃতকাত্তি কৃশাঙ্ক লক্ষিত গা এই মানী জন ।