পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&о প্রবোধ-চন্দ্রোদয় নাটক । দেখচি ভিক্ষালাভের জন্তই যতি-ব্রত গ্রহণ করেছে ; আর, মণ্ডিত-মস্তুক হয়ে আপনাদের জ্ঞানী মনে করে বেদান্ত শাস্ত্রকে আকুল করে তুলেছে। (হাস্ত করিয়া ) প্রম-সিদ্ধ জ্ঞান যেই প্রত্যক্ষ-আদি, বেদাস্ত তাহার যে গো বিরুদ্ধার্থ বাদী —সেই বেদাস্তকে যদি শাস্ত্র বলি? মানে, কি করিল অপরাধ তবে বৌদ্ধগণ ? ( আবার অন্ত দিকে গিয়া ) এই যে এইখানে এই সব শৈব পাণ্ডপতাদি পশুর দল, আর দুরভাস্ত অক্ষপাদ-দর্শনের মতাবলম্বী পাষণ্ডেরা— এদের দর্শন মাত্রেই লোকে নরকগামী হয় ; অতএব দূর হতেই এদের দর্শন-পথ পরিহার করা কর্তব্য । ( অন্ত দিকে গমন করিয়া ) এর আবার কে । এরা যে দেখচি :– জাতুবী-তরঙ্গাহত । শিলাতলে অাছে বসি’ দীপ্যমান আসন পাতিয়া ; সন্মুখে সমুজ্জল কমণ্ডলু ; মহাদণ্ড সুশোভিত কুশমুষ্টি দিয ; অক্ষমালা-বীজগুলি অঙ্গুলীতে ব্যগ্রভাবে একে একে করিছে গ্রহণ ; কি আশ্চর্য্য ! এই সব দাস্তিকের ধনীদের চিত্ত সদা করয়ে হরণ ॥ (অন্ত দিকে গিয়া) এরা তো নিতান্ত ভ্রান্ত ; এদের ত্ৰিদণ্ড মাত্র জীবনোপায় ; এর দ্বৈত অদ্বৈত উভয় মার্গ হতেই পরিভ্রষ্ট । ( অন্তর গিয়া ) ওহে ! কার এই দ্বারদেশে উচ্চ বংশ-দও পোতা রয়েছে ? স্বল্প শুভ্ৰ ধৌত বস্ত্র সকল বুলচে ; স্থানে স্থানে মৃগ-চৰ্ম্ম পাতা আছে ;