পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ-চন্দ্রোদয় নাটক । ミ> কোথাও বা শিলা প্রস্তর সকল রয়েছে ; চমস উদুখল, মুষল প্রভৃতি যজ্ঞ-পাত্র ইতস্তত বিক্ষিপ্ত ; অগ্নিতে অনবরত ঘৃতাহুতি দেওয়ায় তার ধূমে গগনমণ্ডল একেবারে শ্যামবর্ণ হয়ে গেছে । ই তাই বটে, গঙ্গার অনতিদূরে একটা আশ্রম দেখা যাচ্চে। এটা নিশ্চয় কোন গৃহস্থের গৃহ হবে । আচ্ছ তবে এই পবিত্র স্থানটিতে দুষ্ট তিন দিন বাস করা যাকৃ। ( গৃহে প্রবেশ করত দেখিয়া ) এই যে ! ললাট উদর কণ্ঠ বাহু বক্ষ পৃষ্ঠ, জানু ও চিবুক আর উরু, গগু, ওষ্ঠ —তিলক-লাঞ্ছিত ; আর, কটিদেশ, কেশ, হস্ত, কাণ কুশাস্কুরে সুশোভিত ; ইনিই তো দন্ত মূৰ্ত্তিমান। আচ্ছ, ওঁর নিকটেই যাওয়া যাক্ । (নিকটে গিয়া ) কল্যাণ হোক্‌ ! দম্ভ —উ ই ( হুঙ্কারে বারণ করত ) বটুর প্রবেশ । 4. বটু —ব্রাহ্মণ ! দূরে থাকুন ; পাদপ্রক্ষালন করে এই আশ্রমে প্রবেশ করতে হয় । অহং –(সক্রোধে ) অারে, আমরা দেখছি তুরস্ক দেশে এসেছি ; তা নইলে অতিথি ব্রাহ্মণকেও গৃহস্থের পাদপ্রক্ষালনের জল দেয় না । দম্ভ —( হস্ত-ইঙ্গিতে আশ্বস্ত করণ ) , ' & বটু।–গুরুদেব এই আদেশ করচেন, আপনি দূর দেশ হতে এসেছেন, আপনার কুলশীল আমাদের জানা নেই।