পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२w প্রবোধ-চক্ৰোদয় নাটক । তাহলে দাবাগ্নি-দগ্ধ তরুতেও সুসম্ভব বহু ফলোদয় ॥ সুপি৮ :– মৃত প্রাণীদের শ্রাদ্ধ - যদি হয় তৃপ্তির কারণ, নিৰ্ব্বাণ দীপের তৈল করে তবে শিখার বর্দ্ধন ॥ শিষ্য –আচ্ছা, আচাৰ্য্য মহাশয় ! যা ইচ্ছে খাওয়া, যা ইচ্ছে পান করা, —এই যদি পুরুষাৰ্থ হয়, তবে তপস্বীরা সাংসারিক মুখ পরিত্যাগ করে’ তীর্থবাসী হয়ে, পরাক, ষষ্ঠকাল প্রভৃতি ঘোরতর কঠোর ব্রতের অনুষ্ঠান করে নিজ শরীরকে কেন কষ্ট দেয় বলুন দিকি ? চাৰ্ব্ব –ধুৰ্ত্ত প্রণীত আগম-শাস্ত্রে যে-সকল মুখ প্রতারিত হয়েচে, তারা এই আশা-মোদকেই তৃপ্ত হয় । দেখ — আয়তাক্ষী সুন্দরীরে করি যবে গাঢ় আলিঙ্গন, বুক-ভরা স্তনদ্বয়ে হয় কিবা মধুর পীড়ন । আর দেখ এই সব কুবুদ্ধি লোকের আচরণ – ভিক্ষ, উপবাস, ব্ৰত স্বৰ্য্য-তাপে দেহের শোষণ ! শিষ্য –কিন্তু তপস্বীয় বলে থাকেন, দুঃখ-মিশ্রিত সাংসারিক স্থখ পরিহার করাই কৰ্ত্তব্য। * চার্ক। -- উচ্চৈঃস্বরে হাসিয়া ) আঃ! এ সব ছৰ্বদ্ধি পশুদের কথা।