পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ-চন্দ্রোদয়নাটক । Ψ) Σ' থাকৃতে বিষ্ণুভক্তি কোথায় আর উদয় হবে ? তথাপি, ক্ষুদ্র শক্রকে উপেক্ষা করা জিগীষু ব্যক্তির কর্তব্য নয়। ক্ষুদ্র যদিও হয় রাজার অরাতি বিপাকে ফেলিয। সেও কষ্ট দেয় অতি | অতি স্বল্প হইলেও কণ্টক অঙ্কুর —বিধিয়া চরণে দেয় বেদন প্রচুর । ওরে ! কে আছিস্ এখানে ? ( দেীবারিকের প্রবেশ ) দোবা -আজ্ঞা মহারাজ ! মহা —কাম ক্রোধ মদ মান মাৎসর্যাদিকে আদেশ কল্প, যেন তারা অব হিত হয়ে বিষ্ণুভক্তি নামে যোগিনীর কার্য্যাদির প্রতিবিধান করে। দেবা।—যে আজ্ঞা মহারাজ । ( প্রস্থান ) পত্র হস্তে একজন দূতের প্রবেশ । দূত –আমি উৎকল দেশ হতে এসেচি। সেখানে সমুদ্র-তীর-সমীপে পুরুষোত্তম নামে এক দেবালয় আছে—সেখানে মহারাজ তার অনুচর মদমান প্রভৃতির কাছে আমাকে পাঠিয়েছিলেন। (চারিদিকে দেখিয়া ) এই তো বারাণসী—এই রাজবাটী—প্রবেশ করা যাক। (প্রবেশ করিয়া ও চারদিক দেখিয়া ) এই যে, চাৰ্ব্বাকের সঙ্গে মহারাজ কি মন্ত্রণ কর্চেন—এষ্টরার নিকটে যাওয়া যাক্ । ( নিকটে গিয়া ) জয় মহারাজের জয় ! এই পত্ৰখানি দেখতে আজ্ঞা হোক্ । ( পত্র সমর্পণ ) মহা –( লইয়া ) তুমি কোথেকে ? . দূত –আমি পুরুষোত্তম থেকে আসূচি। মহা –(স্বগত) সেইখানে বোধ হয় আমার বিশেষ কিছু অনিষ্ট ঘটে