পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లt প্রবোধ-চত্রোদয় নাটক । ক্ৰোধ –প্রিয়ে ! তুমি আমার সহ-ধৰ্ম্মিনী, তুমি সঙ্গে থাকৃলে, পিতা মাতাকেও আমি অনায়াসে বধ করতে পারি। দেখ ঃ– জননী পিশাচী সে তো, জনক কেই বা সেই জন ? ভ্রাতারা তো কীট-প্রায়, কুটিল সে জ্ঞাতি বন্ধুগণ ॥ (হস্ত নিপীড়ন করিয়া ) যাবৎ গো ইহাদের আগৰ্ভ সমস্ত কুল করিতে না পারি নিষ্পেষিত তাবৎ এ ক্রোধানল প্রজ্জ্বলিত রবে সদা —ম্মুলিঙ্গও না হবে শমিত। (অবলোকন করিয়া ) এই যে আমাদের প্রভু, এইবার তবে ওঁর নিকটে যাওয়া যাক্ । সকলে ।—(নিকটে গিয়া ) জয় মহারাজের জয় ! মহামোহ ।—( অবলোকন করিয়া ) দেখ, শ্রদ্ধার কন্ত! শাস্তি আমাদের কুল-দ্বেষী, তাকে তোমরা বিধিমতে নিগ্রন্থ করবে। সকলে —যে আজ্ঞে মহারাজ ! ( সকলের প্রস্থান । ) মহা ।—শ্রদ্ধা-তনয়ার দমনের জন্ত আর একটা উপায় আমার মনে হয়েচে । দেখ, শাস্তি শ্রদ্ধার অধীন ; কোনও উপায়ে উপনিষদের নিকট হতে শ্রদ্ধাকে যদি আকর্ষণ করা যায়, তাহলে শাস্তি মাতৃ বিয়োগ-দুঃখে অত্যন্ত ক্ষীণ হয়ে দেহ ত্যাগ করবে ; অথবা, অবসন্ন৷ হয়ে শীঘ্ৰ পলায়ন করবে। দেখ, মিথ্যা-দৃষ্টি নামে একজন প্ৰগলভ বারবিলাসিনী আছে, শ্রদ্ধাকে আকর্ষণ করবার জন্ত তাকেই নিযুক্ত