পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ-চজোদয় নাটক । ויימא করা যাক্ । ( পার্শ্বে অবলোকন করিয়া ) দেখ বিভ্রমবতি । শীঘ্র মিথ্যাদৃষ্টিকে এখানে ডেকে আনে । বিভ্রমবর্তী —যে আজ্ঞে মহারাজ ! মিথ্যাদৃষ্টিকে লইয়া বিভ্রমবর্তীর প্রবেশ । মিথ্যা –সখি ! বহুকাল মহারাজের সহিত সাক্ষাৎ হয় নি, আমি এখন কিরূপে ওঁর সম্মুখে যাই ; আমাকে দেখে মহারাজ তো তিরস্কার করবেন না ? - বিভ্র –সখি ! তোমাকে দেখে যদি তার চেতন থাকে তবেই তো তোমাকে তিরস্কার করবেন ? মিথ্যা –কেন অলীক সৌভাগ্যের কথা বলে আমাকে বঞ্চন কর বল দিকি ? বিভ্র –সখি ! কেমন তোমার অলীক সৌভাগ্য এখনি তা দেখতে পাবে। তোমার চক্ষু দুটি দেখচি ঘুচে–আচ্ছ প্রিয়সখি, সে কি রাত্ৰিজাগরণের দরুণ নিদ্রার আবেশে ? মিথ্যা –সখি ! যে নারী একজনের প্রিয়, তারই যখন নিদ্রা হয় মা, তাতে আমি তো বহুজনের প্রিয়া, আমার কি নিদ্রা আসূতে পারে ? বিভ্র –আচ্ছ প্ৰিয়সখি, তুমু কার কার প্রিয় বল দিকি ? মিথ্যা –সখি ! আমি মহারাজ মহামোহের, কামের, ক্রোধের, লোভের,—মার বিশেষ করে কত বলা—এই বংশে যে যে জন্মগ্রহণ করেছে,—কি বালক, কি যুব, কি বৃদ্ধ—তাহাদের সকলেরই আমি প্রিয়া । বিস্ত্ৰ –সখি। কামের রতি, ক্রোধের হিংসা, লোভের তৃষ্ণ-ইত্যাদি সকলেরই তো একএকটি প্রিয়তমা পত্নী আছে শুনেছি ; আচ্ছ, তারা কি তোমার ঈর্ষা করে না ?