পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Go প্রবোধ-চন্দ্রোদয় নাটক । হয়ে, যাতে বিলেকের সঙ্গে উপনিষদের সংঘটন হয়, তারই চেষ্টা করচে ] অতএব := প্রতিকুলাচারিণী সে বিপক্ষ-কুল-সম্ভব পাপীষসী পাপানুবৰ্ত্তিনী ; কেশ আকৰ্ষিয, সেক্ট রওীরে পাষণ্ড-হাতে সমর্পণ করহ এখনি ॥ মিথ্যা –এ তুচ্ছ বিষযের জন্য মহারাজেব এত চিন্তা কেন ? মহারাজের আজ্ঞা মাত্রেষ্ট সে দাসীর দ্যীয মহারাজের আজ্ঞা পালন করবে । ধৰ্ম্ম মিথ্যা, মোক্ষ মিথ্যা, সুখের বিঘ্নকারী শাস্ত্রের প্রলাপ সব মিথ্যা —এই কথা বলে তাকে বেদমার্গ হতে আমি বিচুত করব। বেদমার্গই যদি সে ত্যাগ করে, তাহলে উপনিষদের তো কথাই নেই ; তা ছাড়া বিষয়--মুখ-বর্জিত মোক্ষের দোষ দেখিয়ে উপনিষদের প্রতি শ্রদ্ধার বিলাগ জন্মিযে দেব । মহা —তা যদি কবতে পাব তাহলে আমি বড়ই সুখী হই । ( পুনৰ্ব্বার আলিঙ্গন ও চুম্বন ) মিথ্যা —মহারাজ ! প্রকাশুভালে এরূপ করলে আমি লজ্জা পাহ । মহা –আচ্ছা এসো তবে বিশ্রাম-ভবনে যাওয়া যাক্ । ( সকলের প্রস্থান । ) ইতি মহীমোহ-প্রধান নামক দ্বিতীয় অঙ্ক ।