পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(RC) প্রবোধ-চন্দ্রোদয় নাটক । প্রবঞ্চক ? আচ্ছা আমাদের ধৰ্ম্মের মহিমা তোকে তবে একবার দেখাই ;– হরিহর ব্ৰহ্মা আদি সুরশ্রেষ্ঠ দেখ আমি করি আনয়ন ; গগনে বিচয়ে যেই নক্ষত্রাদি—রুধি দেখ তার সঞ্চরণ ; জলে মহী করি’ পুর্ণ নগ ও নগর-আদি যত অাছে স্থান, আবার মুহূৰ্ত্তে আমি সমস্ত সে জলরাশি করি দেখ পান ॥ দিগ।—তাই তো বলচি, কোনও ঐন্দ্রজালিক ব্যাপার বা ভোজবাজি দেখিয়ে তোমাকে কেউ বঞ্চনা করেচে। সোন –(সক্রোধে ) অারে পাপিষ্ঠ ! তুষ্ট আবার পরমেশ্বরকে ইন্দ্রজাল ব’লে গাল দিচ্চিস্ ? (চিত্ত করিয়া) এর দৌরাত্ম্য তো আর সহ হয় না । ( খড়গ অাকর্ষণ করিয়া ) এ করাল করবালে - কণ্ঠ sর করিয়া ছেদন, বুদবুদ্ধ-ফেন-যুক্ত রক্ত-স্রোত করি নিঃসারণ, কালিকাকে নিবেদিয়৷ করি তার সন্তোষ সাধন ; ড মর্যর রবে তার o, ভূতগণ শুনিয়া আহবান,