পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

BO প্রবোধ-চন্দ্রোদয় নাটক । শ্রদ্ধ।—( মৈত্রীকে দেখিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ) এ কি ! প্রিয়সর্থী মৈত্রী যে | করাল যে কাল-রাত্রি তাহার দত্তের মাঝে ছিকু এতক্ষণ, তোমারে দেখিয়া সখি পাইমু আবার যেন নুতন জীবন ॥ এসে সখি আমাকে গাঢ় আলিঙ্গন কর । মৈত্রী – তথা করিয়া ) সখি ! বিষ্ণুভক্তি তো সেই মহাভৈরবীর প্রভাব নষ্ট করেছেন, তবু এখনও তোমার সর্বাঙ্গ কঁপিচে কেন বল দিকি ? শ্রদ্ধ। --( “কানে দোলে নৃকপাল” ইত্যাদি ) মৈত্রী –(সত্রাসে) উঃ! হতভাগিনীর কি ভয়ঙ্কর মূৰ্ত্তি! সে এসে কি করলে বল দিকি ? শ্রদ্ধা –সখি ! শোনে— শ্যেন-পক্ষী-সম সে গো উৰ্দ্ধ হতে সবেগে নামিয়া এক হস্তে ধরমেয়ে —অষ্ট হস্তে আমারে ধরিয়া, সবেগে উঠিল পুন গগনে তখুনি নথাগ্রে ধরিয়া মাংস যেমতি শুকুনী ॥ মৈত্রী –কি সৰ্ব্বনাশ! কি সৰ্ব্বনাশ ! ( মূচ্ছিত ) শ্রদ্ধা –সখি ! আশস্ত হও । মৈত্রী –( আশ্বস্ত হইয়। ) তার পর—তার পর ? শ্রদ্ধা —তার পর আমার আওঁ-নাদে দেবী বিষ্ণুভক্তির হৃদয় জাত্র হল ! তিনি তখনঃ—