প্রবোধ চক্ৰোদয় নাটক । H -ജബ অতএব আমরা এখন শাস্তি রসাশ্ৰিত কোন নাটকের অভিনয়ে আত্মবিনোদন করতে ইচ্ছা করি। ইতিপূৰ্ব্বে শ্ৰীকৃষ্ণ মিশ্র, প্ৰবোধচন্দ্রোদয় নামক যে নাটকখানি রচনা করে” তোমার হস্তে দিয়েছিলেন, সেইটি আজ শ্ৰীকীৰ্ত্তিবৰ্ম্মার সম্মুখে তোমার অভিনয় করতে হবে । আর, পরিষদেল সহিত রাজার ও এই অভিনয় দেখবার জন্ত কৌতুহল হযেচে ।” আচ্ছা গবে এখন গৃহে গিয়ে, গৃহিণীকে ডেকে সঙ্গীত আবস্তু কবে দেওযা যাক্ । (পরিক্রমণ ও নেপথ্যাভিমুখে অবলোকন করিয়া ) এইদিকে একবাল এসোতো ঠাকুবণ ! নটীর প্রবেশ । নটী —এই আমি এসেছি ; আজ্ঞা কর, কি করতে হবে। স্বত্র –প্রিযে, তোমার তো জানাষ্ট আছে, যিনি প্রতিপক্ষ ভূপতিগণের বিপুল সৈন্তারণ্যে নিজ প্রজ্জ্বলিত প্রতাপ-বহ্লি বিস্তৃত করে ত্রিভুবনবিবব আলোকিত করেচেন, র্যার কীৰ্ত্তি বিশ্বব্যাপিনী ; যিনি কেবল অসিমাত্র-সহায় হয়ে অন্ত রাজাদেব সবলে জয় করে', কীৰ্ত্তিবৰ্ম্ম নুপতিকে পুনৰ্ব্বার রাজ্যে অভিষিক্ত করেচেন , আরও :– যে সকল রণভূমে আজিও গে উন্মদ রাক্ষস-তরুণিগণ কর আস্ফালিয়া দেয় নৃ-কপালে তাল, সেই তাল-ধ্বনি সাথে পিশাচ-অঙ্গনাগণ একত্র মিলিয়া সবে মত্ত হয়ে নৃত্য করে অতীব করাল, সেই সব রণভূমে প্রচণ্ড ক্ষুভিত বায়ু সবে
পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
