পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ-চক্ৰোদয় নাট । ● যথা রাম বধিল (新 দুৰ্বত্ত রাজা দশাননে —যে ছিল প্রবৃত্ত সদা দেব দ্বিজ-বন্ধন-নিধনে ॥ (পরিক্রমণ করিয়ু পস্থান ) “বিনীত” দূতের প্রবেশ। বিনী —মহারাজ ! যুদ্ধযাত্রার মাঙ্গল্য দ্রব্য-সকল আহরণ করা হয়েচে । আর, গণক এসে গমনেৰ শুভ সময় নিরূপণ করে দিয়েচেন । রাজা । —অtছ তা হলে নোপতিদের সৈদ্য পাঠীতে বল । বিনী –ষে আজ্ঞে মহারাজ ! ( প্ৰস্থান ) নেপথে। —ওহে তোমার। শোনো ! যাহাঁদের কুন্তচু্যত भtन भद्ध *ग्न छूत्र —এ হেন করীন্দ্রগণে ক্রহ সজ্জিত ; যাeাদের বেগ-বলে পরাজিত প্রভঞ্জন হেন তুরঙ্গম রথে করহ যোজিত ; কুস্তান্ত্রে, স্বজন করি’ দিগন্তে নীগ জি-বন বিচরুক পদাতি প্রথম ; A তার পর, অসিলত করিয়া ধারণ করে অশ্বারোই করুক গমন ॥ রাজা—আচ্ছা এখন তবে মঙ্গলাচরণ করে’ যাত্রী করা যাক্ । ( পারিপাশ্বিকের প্রতি ) ওহে ! সারথিকে আমার সংগ্রামিক রথ সজ্জিত করে আনতে বল । পারি।—যে আজ্ঞে । ( প্রস্থান )