পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰবোধ-চক্ৰোদয় নাটক। ዓፃ হিরণা-কশিপু-বক্ষ দশ নখে বিদারিলে তুমি —সেই হস্ত-বিগলিত সুবিস্তীর্ণ শোনিত-ধারায় মগ্ন হল ত্রিভুবন ; আবার, সে ত্রিলোকে ব রিপু, কইটভ-অমুরেব মুকঠিন কণ্ঠ অস্থি যবে করিলে ছেদন তুমি,—সুদৰ্শন-চক্র হতে তব . বহু-জ্যোতি উল্কা-ছটা হুইয়া গে। বিনিঃস্বত প্রচও দোদ ও তব প্রকটিত করিল জগতে। চন্দ্র-অৰ্দ্ধ-শেখরের প্রেমাম্পদ তুমি যে গে। প্রভু ; সমুদ্ৰ-মন্থন-কালে তব বাহুবলের প্রভাবে ঘুরায়ে মন্দর-গিরি বিক্ষোভিলে ক্ষীরদ-সাগর ; —তাঙ্গ হতে উঠি লক্ষ্মী আলিঙ্গিলা তোমা ভুজ-পাশে —সেই আলিঙ্গন-ভরে পীনস্তন-পত্রাবলী-চিকু পড়ে ওষ্ঠ বক্ষস্থলে—এবে যাহে শেেেভ মুক্তামালা । বৈকুণ্ঠদেব গুগো ! করি আমি তোমায় প্রণাম, সংশয়-বন্ধন কাটি ভকতেরে দা ও প্ৰভু জ্ঞান | মন্দির হইতে নির্গত হইয়া অবলোকন পুৰ্ব্বক ) দেখ সারথি । এই উৎকৃষ্ট স্থান বারাণসীষ্ট আমাদের বাস-যোগ্য ; অতএব এই স্থানেই শিবির সন্নিবেশ করা হোক্ । * ( উভয়ের প্রস্থান ) ইতি বিবেকোদ্যোগ নামক চতুর্থ অঙ্ক ।