পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*家 প্রবোধ চশ্রোদয় নাটক । ত্রিনয়ন বেদত্ৰয়ী —ধরমেন্দু-কাস্তিমুখী— দুর্গার সমান সমর-উৎসুক হয়ে বাগদেবী-সনমুখে হল অধিষ্ঠান ॥ শাস্তি --( সবিস্ময়ে) কি আশ্চৰ্য্য! স্বভাব-প্রতিদ্বন্দ্বি পরস্পর-বিরুদ্ধ শাস্ত্রদের মধ্যে কিরূপে সন্মিলন ঘটল ? শ্রদ্ধা !—বৎসে ! সমবংশজাত জন হলেও বিরোধী পরস্পর, শক্ৰ-আক্রমণে, লভে জয়-লক্ষ্মী হয়ে একত্তর ॥ এই হেতু, বেদ-প্রস্থত এই সকল শাস্ত্রের মধ্যে তত্ত্ববিচারে অবাস্তরবিরোধ থাকলেও, বেদ-সংরক্ষণ ও নাস্তিকপক্ষ খণ্ডন-বিষয়ে তাদের সকলেরই মধ্যে ঐক্য দেখা যায়। অনন্ত, অব্যয়, শাস্ত, - অজ, জোতি, এক পরব্রহ্ম বহুবিধ শাস্ত্রাগমে বহুরূপে হন প্রতিপন্ন । রজোগুণে মুখ্য করি’ কেহ করে ব্ৰহ্মারে কীৰ্ত্তন ; সত্বগুণে মুখ্য করি’ কেহ করে বিষ্ণু আরাধন ; তমোগুণে মুখ্য করি’ কেহ করে শিবেরে স্থাপন,