পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

30 প্রবোধ-চন্দ্রোদয় নাটক । জীবদের স্নেহ-স্বত্রে গ্রথিত রয়েছে দৃঢ় পাশে -- জানেন কি ভগবfত !—এ হেন বন্ধন কি উপায়ে—কেমনে গো হয় বিমোচন ? সর –বৎস! সংসারের অনিত্যতা-চিন্তাই মমতা-বন্ধন ছেদনের পথম উপায়। দেখ — কত তব দারামুত কত পিতা পিতামহ আর খুল্লতাত, বিস্তৃত আবহমান এই এ সংসারে আসি’ কোটিবার গত ; বিছাতের প্রভা-সম ক্ষণস্থায়ী এই সব সুহৃদ-সঙ্গম ; —সুখী হও, এই কথা পুনঃ পুনঃ চিত্ত-মাঝে করিয়া স্থাপন ॥ মন –ভগবতি । আপনার প্রসাদে আমার মোহ দূর হল । কিন্তু – سی তব মুখ চন্দ্র-হতে বিগলিত যে বিমল উপদেশামুত —ধউত হলেও তাহে— শোক-উৰ্ম্মি-জলে তবু স্নান এই চিত ॥ অতএব, এই আদ্র স্নেহ-প্রহারের যদি তার কোন ঔষধ থাকে তো আজ্ঞা করুন । - সর –এর উপদেশ তো মুনিরাই দিয়ে গেছেন – সহস উৎপন্ন যেই মৰ্ম্মভেদী গাঢ় শোকভার