পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
প্রভাত সংগীত

বাহিরে আসিয়া উপরে বসিয়া
কেবলি গাহিবি গান,
তবে সে কুসুম কহিবে কথা,
তবে সে খুলিবে প্রাণ।
অতি ধীরে ধীরে ফুটিবে দল,
বিকশিত হয়ে উঠিবে হাস,
অতি ধীরে ধীরে উঠিবে আকাশে
লঘু পাখা মেলি’ খেলিবে বাতাসে
হৃদয়-খুলানো, আপনা-ভুলানো,
পরান-মাতানো বাস।
পাগল হইয়া মাতাল হইয়া
কেবলি ধরিবি রহিয়া রহিয়া
গুন্‌ গুন্‌ গুন্‌ তান।
প্রভাতে গাহিবি, প্রদোষে গাহিবি,
নিশীথে গাহিবি গান।
দেখিয়া ফুলের নগন মাধুরী,
ঘিরে ঘিরে তারে বেড়াইবি ঘুরি,
দিবানিশি শুধু গাহিবি গান।
থর থর করি কাঁপিবে পাখা
কোমল কুসুম-রেণুতে মাখা,
আবেগের ভরে বাতাসের পরে
থর থর করি কাঁপিবে প্রাণ।
কখনো উড়িবি, কখনো বসিবি,
কখনো মরম-মাঝারে পশিবি,