পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২২
প্রভাত সংগীত


প্রভাত হোলো যেই কী জানি হোলো এ কী।
আকাশ পানে চাই কী জানি কারে দেখি।
প্রভাত বায়ু বহে কী জানি কী যে কহে,
মরম মাঝে মোর কী জানি কী যে হয়।
এসো হে এসো কাছে সখা হে এসো কাছে—
এসো হে ভাই এসো বসো হে প্রাণময়।
পুরব মেঘ মুখে পড়েছে রবি-রেখা,
অরুণ-রথ-চূড়া আধেক যায় দেখা।
তরুণ আলো দেখে পাখির কলরব,
মধুর আহা কিবা মধুর মধু সব!
মধুর মধু আলো, মধুর মধু বায়,
মধুর মধু গানে তটিনী বয়ে যায়;
যে দিকে আঁখি চায় সেদিকে চেয়ে থাকে,
যাহারি দেখা পায় তারেই কাছে ডাকে;
নয়ন ডুবে যায় শিশির-আঁখি-ধারে,
হৃদয় ডুবে যায় হরষ-পারাবারে।

আয়রে আয় বায়ু যারে যা প্রাণ নিয়ে,
জগত-মাঝারেতে দে রে তা প্রসারিয়ে।
ভ্রমিবি বনে বনে যাইবি দিশে দিশে,
সাগরপারে গিয়ে পুরবে যাবি মিশে;
লইবি পথ হতে পাখির কলতান,
যূঁথীর মৃদু শ্বাস মালতী মৃদু বাস,
অমনি তারি সাথে যা রে যা নিয়ে প্রাণ।