পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৪
প্রভাত সংগীত

পৃথিবীর সহচর না জানি কোথায় তা'রা
গেছে কোন্‌ তারকার দেশে।
হয়তো পড়িবে মনে, পৃথিবীর প্রান্তে বসি
গেয়েছিনু যে কয়টি গান,
সে গানের বিম্বগুলি হয়তো এখনো ভাসে
ধরার স্রোতের মাঝখান।


সহস্র বরষ পরে, সেই গ্রহ মাঝে বসি,
না জানি গাহিব সে কী গান।
কী অনন্ত মন্দাকিনী না জানি ছুটিবে, যবে
খুলে যাবে সে বিশাল-প্রাণ।
মরণের সংগীত মহান।
হয়তে বা সে নিশীথে কবি এক পৃথিবীতে
চেয়ে আছে মোর গ্রহ পানে;
কী মহা সংগীত ধারা গ্রহ হতে গ্রহে ঝরি
পশিবেক তাহার পরানে।
বিস্ফারিত করি' আঁখি শিহরিত কলেবরে
শুনিবে সে আধো-শোনা গান,
কত কী উঠিবে মনে ব্যক্ত করিবার তরে
আকুল ব্যাকুল হবে প্রাণ।
আপনার কথা শুনে আপনি বিস্মিত হবে,
চাহিয়া রহিবে অবিরত
নিদ্রাহীন স্বপ্নটির মতো।