পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রভাত সংগীত
৩৫

নয়নে পড়িবে অশ্রুজল,
বুঝিবে না, শুনিবে কেবল।
মরণ বাড়িবে যত কোথায় কোথায় যাব,
বাড়িবে প্রাণের অধিকার,
বিশাল প্রাণের কত গ্রহ কত তারা
হেথা হোথা করিবে বিহার।
উঠিবে জীবন মোর কত না আকাশ ছেয়ে
ঢাকিয়া ফেলিবে রবি শশী,
যুগ যুগান্তর যাবে নব নব রাজ্য পাবে
নব নব তারায় প্রবেশি।

কবে রে আসিবে সেই দিন
উঠিব সে আকাশের পথে,
আমার মরণ ডোর দিয়ে
বেঁধে দেব জগতে জগতে।
আমার মরণ ডোর দিয়ে
গেঁথে দেব জগতের মালা,
রবি শশী একেকটি ফুল,
চরাচর কুসুমের ডালা।
তোরাও আসিবি ভাই, উঠিবি রে দশ দিকে,
এক সাথে হইবে মিলন,
ডোরে ছোরে লাগিবে বাঁধন।
আমাদের মরণের জালে