পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তারে দেখিবারে চাই—তারে ধরিবারে চাই, সেই মোরে করেছে পাগল, তারি তরে চরাচরে মুখ শাস্তি নাই তারি তরে পরান বিকল । জোছনায় ফুলবনে একাকী বসিয়া থাকি, আখি দিয়া অশ্রুবারি ঝরে, বল মোরে বল অয়ি মোহিনী ছলনা, সে কি তোরি তরে । বিরামের গান গেয়ে সায়াহ্নের বায় কোথা বহে যায় । তারি সাথে কেন মোর প্রাণ হুহু করে সে কি তোরি তরে । বাতাসে সৌরভ ভাসে, আঁধারে কত না ভীরা, আকাশে অসীম নীরবতা, তখন প্রাণের মাঝে কত কথা ভেসে ধীর, সে কি তোরি কথা । ফুলের সৌরভগুলি আকাশে খেলাতে এসে বাতাসেতে হয় পথহারা, চারিদিকে ঘুরে হয় সারা, মা'র কোলে ফিরে যেতে চায়, ফুলে ফুলে খুজিয়া বেড়ায় ; তেমনি প্রাণের মাৰে অশরীরী আঁশগুলি,