পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাত সংগীত & S. প্রতিধ্বনি, তব নিকেতন, তোমার সে সৌন্দর্য অতুল, প্রাণে জাগে ছায়ার মতন, ভাষা হয় আকুল ব্যাকুল । অমিরণ, চিরদিন, কেবলি খুজিব তোরে কখনো কি পাব না সন্ধান । কেবলি কি রবি দূরে অতি দূর হতে শুনিবরে ওই আধো গান । এই বিশ্ব জগতের মাঝখানে দাড়াইয়। বাজাইবি সৌন্দর্যের বাশি, অনন্ত জীবনপথে খুজিয়া চলিব তোরে O প্রাণ মন হইবে উদাসী । তপনেরে ঘিরি ঘিরি যেমন ঘুরিছে ধরা, ঘুরিব কি তোর চারিদিকে । অনন্ত প্রাণের পথে বরষিবি গীতধারা চেয়ে আমি রবো অনিমিখে । তোরি মোহময় গান শুনিতেছি অবিরত তোরি রূপ কল্পনায় লিখা, করিসনে প্রবঞ্চনা সত্য ক'রে বল দেখি তুই তো নহিস মরীচিকা । কতবার আত স্বরে, শুধায়েছি প্রাণপণে অয়ি তুমি কোথায়—কোথায়— অমনি স্থদুর হতে কেন তুমি বলিয়াছ, “কে জানে কোথায় ।”