পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাত সংগীত পাঠাইছে বিদেশ হইতে তারাগুলি, আলোকের দূত ক্ষুদ্র ঐ দূরদেশবাসী পৃথিবীর বারতা লইতে । রবি ধায় রবির চৌদিকে, গ্রহ ধায় রবিরে ঘেরিয়া, চাদ হাসে গ্রহ মুখ চেয়ে তার হাসে তারায় হেরিয়া । মহাছন্দ মহা অকুপ্রাস চরাচরে বিস্তারিল পাশ । পশিয়া মানস সরোবরে, স্বর্ণ-পদ্ম করিলা চয়ন বিষ্ণু দেব প্রসন্ন আননে পদ্মপানে মেলিল নয়ন । ফুটিয়া উঠিল শতদল, বাহিরিল কিরণ বিমল, মাতিলরে দু্যলোক ভূলোক আকাশে পূরিল পরিমল । চরাচরে উঠাইয়া গান, চরাচরে জাগাইয়া হাসি, কোমল কমলদল হতে উঠিল অতুল রূপরাশি । মেলি দুটি নয়ন বিহবল, وجوا