পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ প্রভাত সংগীত ত্যজিয়া সে শতদলদল ধীরে ধীরে জগৎ-মাঝারে লক্ষ্মী আসি ফেলিলা চরণ : গ্রহে গ্রহে তারায় তারায় ফুটিল রে বিচিত্র বরন । জগৎ মুখের পানে চায় জগৎ পাগল হয়ে যায়, নাচিতে লাগিল চারিদিকে, আনন্দের অস্ত নাহি পায় । জগতের মুখ পানে চেয়ে লক্ষ্মী যবে হাসিলেন হাসি, মেঘেতে ফুটিল ইন্দ্ৰধন্থ, কাননে ফুটিল ফুলরাশি ; হাসি লয়ে করে কাড়াকড়ি, চন্দ্র স্বর্য গ্রহ চারিভিতে ; চাহে তার চরণ ছায়ায় যৌবনকুস্থম ফুটাইতে । জগতের হৃদয়ের আশা, দশদিকে আকুল হইয়। ফুল হয়ে, পরিমল হয়ে গান হয়ে উঠিল ফুটিয়া । এ কী হেরি যৌবন-উচ্ছ্বাস এ কিরে মোহন ইন্দ্রজাল, সৌন্দৰ্য-কুসুমে গেল ঢেকে