পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ግ8 প্রভাত সংগীত শতেক কোটি গ্রহ তারা যে স্রোতে তৃণ প্রায়, সে স্রোত মাঝে অবহেলে ঢালিয়া দিব কায় । অসীম কাল ভেসে যাব অসীম আকাশেতে, জগৎ কল-কলরব শুনিব কান পেতে । দেখিব ঢেউ, উঠে ঢেউ, দেখিব মিশে যায় । জীবন মাঝে উঠে ঢেউ মরণ গান গায় । দেখিব চেয়ে চারিদিকে, দেখিব তুলে মুখ, কত না আশা, কত হাসি, কত না সুখ দুখ, বিরাগ দ্বেষ ভালবাসা, কত না হায়-হায়, তপন ভাসে, তারা ভাসে তারাও ভেসে যায়। কত না যায়, কত চায়, কত না কাদে হাসে, আমি তো শুধু ভেসে যাব দেখিব চারি পাশে । , অবোধ ওরে, কেন মিছে করিস আমি আমি । উজানে যেতে পারিবি কি সাগর-পথ-গামী । জগত-পানে যাবিনেরে, আপনা পানে যাবি, সে যে রে মহা মরুভূমি কী জানি কী যে পাবি । মাথায় ক’রে আপনারে, সুখ দুখের বোঝা, ভাসিতে চাস প্রতিকূলে সে তো রে নহে সোজা । অবশ দেহ, ক্ষীণ বল, সঘনে বহে শ্বাস । লইয়া তোর স্বখ দুখ এখনি পাবি নাশ । জগৎ হয়ে রবে। আমি একেলা রহিব না । মরিয়া যাব এক হোলে একটি জলকণা ৷