পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
প্রভাত সংগীত

জরজর হয়ে মরিয়া রহিবি
নিজের নিশাস বিষে।
বাহিরে গাহিবি মরণের গান
শুকানো পল্লবগুলি,
জগতের সাথে ভূতলে পড়িয়া
ধূলিতে হইবি ধূলি।


রোদন, রোদন, কেবলি রোদন,
কেবলি বিষাদ শ্বাস,
লুকায়ে, শুকায়ে, শরীর গুটীয়ে
কেবলি কোটরে বাস।
মাথা অবনত, আঁখি জ্যোতিহীন,
শরীর পড়েছে নুয়ে,
জীর্ণ শীর্ণ তনু ধূলিতে মাখানো
অলস পড়িয়া ভূঁয়ে।
নাই কোনো কাজ—মাঝে মাঝে চাস
মলিন আপনা পানে,
আপনার স্নেহে কাতর বচন
কহিস আপন কানে।
দিবস রজনী মরীচিকা-সুরা
কেবলি করিস পান।
বাড়িতেছে তৃষা—বিকারের তৃষা
ছটফট করে প্রাণ।