পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ویه প্রভাত সংগীত তটিনী যায়—বহিয়া যায় কে জানে কোথা যায় ; তীরেতে ব’সে রহিব চেয়ে সারাটি দিন যায় । স্বদূর জলে ডুবিছে রবি সোনার লেখা লিখি, সাজের অালো জলেতে শুয়ে করিছে ঝিকিমিকি । স্বধীর-স্রোতে তরণীগুলি যেতেছে সারি সারি, বহিয়া যায় ভাসিয়া যায়, কত না নরনারী । না জানি তারা কোথায় থাকে যেতেছে কোন দেশে ; স্বদুর তীরে কোথায় গিয়ে থামিবে অবশেষে । কত কী আশা গড়িছে ব’সে তাদের মনখানি, কত কী স্থখ, কত কী দুখ, কিছুই না জানি । দেখিব পাখি আকাশে ওড়ে, স্বদুরে উড়ে যায়,