পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাত সংগীত শুনিতে পেয়ে ঘুমের ঘোরে, মুখটি ফুটে হাসিটি ফোটে, শিশুর প্রাণে মুখের মতো স্ববাসটুকু জাগিয় ওঠে । আকাশ পানে চাহিয়া থাকে না জানি তাহে কী সুখ পায় । বলিতে যেন শেখেনি কিছু কী যেন তবু বলিতে চায় । সাধার কোণে থাকিস তোরা, জানিস কিরে কত সে সুখ, আকাশ পানে চাহিলে পরে আকাশ পানে তুলিলে মুখ । স্বদূর দূর সুনীল নীল, স্বদূরে পাখি উড়িয়া যায় । স্থনীল দূরে ফুটিছে তারা স্বদুর হতে আসিছে বায় । প্রভাত-করে করিরে স্বান, ঘুমাই ফুল-বাসে, পাখির গান লাগেরে যেন দেহের চারি পাশে । বাতাস যেন প্রাপের সখা, প্রবাসে ছিল, নতুন দেখা,