পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাত সংগীত কী কথা যেন জানাতে চাস সবাই মিলি মিলি । হেথায় অামি রহিব বসে, আজি সকাল-বেলা, নীরব হয়ে দেখিব চেয়ে ভাই বোনের থেলা । বুকের কাছে পড়িবি ঢলে চাহিবি ফিরে ফিরে, পরশি দেহে কোমল-দল স্নেহেতে চোখে আসিবে জল, শিশির সম তোদের পরে ঝরিবে ধীরে ধীরে । হৃদয় মোর আকাশ মাঝে তারার মতো উঠিতে চায়, আপন মুখে ফুলের মতো আকাশ পানে ফুটিতে চায়। নিবিড় রাতে আকাশে উঠে চারিদিকে সে চাহিতে চায়, তারার মাঝে হারায়ে গিয়ে আপন মনে গাহিতে চায় । মেঘের মতো হারায়ে দিশ। আকাশ মাঝে ভাসিতে চায় ; কোথায় যাবে কিনারা নাই,