পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট । 속 দিলে উপযুক্ত প্রস্থতি তন্ত্রবিৎ চিকিৎসকের আদেশমত কাৰ্য্য করা উচিত। তাহা হইলে কোন প্রকার বিপদের সম্ভাবনা থাকেনা ৷ জরায়ুবিকৃতি । প্রসবের পরে ফুল টানিয়া বাহির করিলে অথবা অতিরিক্ত রক্তস্রাব হইল আপন হইতেই জরায়ু বাহির হইয়া আসিতে পরে। জরায়ু বাহির হইয় পড়িলে আর কাল বিলম্ব না করিয়া উপযুক্ত চিকিৎসক ডাকিয়া বথাস্থানে সন্নিবিষ্ট করাইয় দেওয়া উচিত। নতুবা প্রস্থতির প্রাণসংশয় হইয়া থাকে । আর যদি প্রসবের পর জরায়ু রীতিমত সঙ্কুচিত না হয়, তাহ হইলে প্রস্থতির কটদেশে বেদন এবং মল ও মূত্র নির্গমনকালে তলপেটে ব্যথা প্রভৃতি হইয়া থাকে ; প্রস্থতি চলিতে কষ্টবোধ করে এবং অনেক দিন পর্য্যন্ত স্রাব থাকে। প্রস্থতির তাদৃশ অবস্থা ঘটিলে উপযুক্ত চিকিৎসা করান কৰ্ত্তব্য। নূতন-স্ত্রীরোগ। পুরুষের দ্যায় স্ত্রীলোকেরও দুইটী নুতন রোগ বর্তমান সময়ে দেখা যায়। একটী বিষমেহ (গণোরিয়া) অপরটা ফিরঙ্গ (গৰ্ম্মি) রোগ। অতি প্রাচীন কালে এদেশে ঐ দুইটী রোগের কোনও অস্তিত্ব ছিল না। পাশ্চাত্য সভ্যতার সঙ্গেই ঐ রোগ দুইটী এদেশে আগমন করে এবং কালক্রমে উচ্চার স্ত্রী পুরুষের উপর বিশেষ আধিপত্য বিস্তার করিয়াছে। সংসর্গ-দোষেই বিষমেহ ও ফিরঙ্গরোগের উৎপত্তি হয়। ষে সকল অসংযতেন্দ্রিয় পুরুষ চাঞ্চল্যবশতঃ উক্তরোগগ্রস্ত দুষ্ট স্ত্রীর সহিত মিলিত হয়। তাহদের শরীরে সর্বপ্রথমে ঐ সকল রোগের বীজানু সকল প্রবেশলাভ করে। পরে তাদৃশ রোগগ্ৰস্থ পুরুষের সংসর্গে নিরীহ কুলললনারও উক্ত রোগসকল প্রকাশ পায় ।