পাতা:প্রহাসিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তুমি

কাঁকড়ার চচ্চড়ি রাত্রে,
এঁটো তারই পড়ে আছে পাত্রে।
‘সিনেমার তালিকার কাগজে
কে সরালো ছবি’ ব’লে রাগো যে॥


যত দেরি হতেছিল ততই যে
এই ছবি মনে এল স্বতই যে।
ভোরে ওঠা ভদ্র সে নীতিটা,
অতিশয় খুঁৎখুঁতে রীতিটা।
সাফসোফ বুর্জোয়া অঙ্গেই
ধবধবে চাদরের সঙ্গেই
মিল তার জানি অতিমাত্র—
তুমি তো নও সে সৎ-পাত্র।
আজকাল বিড়ি-টানা শহুরে
যে চাল ধরেছ আট-পহুরে,
মাসিকেতে একদিন কে জানে
অধুনাতনের মন-ভেজানে
মানে-হীন কোনো এক কাব্য
নাম করি দিবে অশ্রাব্য॥

শান্তিনিকেতন:৪ অগস্ট ১৯৪০ [১৯ শ্রাবণ ১৩৪৭]
১১৩